ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে গৃহবধূ অগ্নিদগ্ধ

আরও সংবাদ

প্রকাশিত: ০৪:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

আরও সংবাদ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৩ ফেব্রুয়ারি ॥ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পূর্বরাস্তি গ্রামে বন্যা আক্তার (২০) নামে এক গৃহবধূকে অগ্নিদগ্ধ অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি একই এলাকার ভাড়াটিয়া ইব্রাহিম মিয়ার স্ত্রী। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পূর্বরাস্তি গ্রামের গৃহবধূ বন্যাকে বাসায় অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয়রা মঙ্গলবার দুপুরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। ওই গৃহবধূর বাড়িওয়ালা রনি মোল্লা জানান, ‘ওই গৃহবধূ নিজের গায়ে নিজে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। তবে কি কারণে এমন করেছে জানি না। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার চেষ্টা করেছিল।’ চট্টগ্রামে ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর খুলশী আবাসিক এলাকায় একটি ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। অস্বাভাবিক এ মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে পুলিশ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া জানান, মেয়েটির নাম সুলতানা। তার বয়স ১০ থেকে ১২ বছর। সকালে ওই বাড়ির মালিকের গাড়ি চালক তাকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করেন। শহীদ দিবসে এনইউবির শ্রদ্ধা মহান ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ইউনিভার্সিটির রেজিস্ট্রার লে. কর্নেল (অব) একতেদার আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। -বিজ্ঞপ্তি বিজ্ঞানমেলা পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ ‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’- এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি পুলিশ লাইনস স্কুলে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তিমেলা। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়। এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মজিদ আলীসহ জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মধুমতি লেকে পরিচ্ছন্নতা অভিযান নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ॥ শহরের মধুমতি লেক ও লেকের দু’পাশ পরিষ্কার ও পরিচ্ছন্ন করার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে গোপালগঞ্জ পৌরসভা। মঙ্গলবার সকালে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক খলিলুর রহমান। এ সময় পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু প্রমুখ উপস্থিত ছিলেন। টুকরো খবর সিলেটে ৮ ককটেল উদ্ধার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ মঙ্গলবার দুপুরে নগরীর শিবগঞ্জ ফরহাদ খাঁ সেতু সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ককটেল বিস্ফোরণে আহত হয়েছে এক পথশিশু। শিশুটিকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, এক টোকাই শিশু কাগজ কুড়াতে গিয়ে ককটেলগুলো দেখতে পায়। এ সময় বিষয়টি আশপাশের লোকজন মহানগরীর শাহ্ পরান থানায় জানালে পুলিশ এসে ককটেলগুলো উদ্ধার করে। সিলেট মহানগরীর শাহ্ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানান, নাশকতার জন্য দুর্বৃত্তরা ককটেলগুলো লুকিয়ে রেখেছিল। ককটেলগুলো সিলেট এমসি কলেজ মাঠে নিয়ে ধ্বংস করা হয়েছে। অস্ত্রসহ যুবক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ॥ নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইরের পাকা পুল এলাকা থেকে একটি পাইপগানসহ সোহাগ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১১টায় অস্ত্রসহ তাকে গ্রেফতার করে। সোহাগ শহরের ১নং বাবুরাইলের সোহরাব নিলুর ছেলে। পুলিশ জানায়, মাসদাইর এলাকার সন্ত্রাসী ছোট মিজানের সহযোগী সোহাগ এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি পাইপগান (এক নালা বন্দুক) উদ্ধার করা হয়। দুই যুবদল কর্মীকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৩ ফেব্রুয়ারি ॥ আধিপত্য বিস্তার নিয়ে নাটোরে দুই যুবদল কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের আলাইপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হচ্ছে, শহরের আলাইপুর এলাকার বাদল শেখের ছেলে তুষার ও তুহিন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আলাইপুর পুরাতন জিন্নাহ স্কুল এলাকায় যুবদল কর্মী তুষারের সঙ্গে পিপলুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে যুবদল কর্মী পিপলু ধারালো অস্ত্র দিয়ে তুষারকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তুষারের ভাই যুবদল কর্মী তুহিন বাধা দিতে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়। রংপুর বিভাগে গ্যাস দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ রংপুর বিভাগের ৮ জেলায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সংযোগ দাবিতে মঙ্গলবার সকালে দিনাজপুরে মানববন্ধন করেছে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি। দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ দিনাজপুরের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে রংপুর বিভাগের সব জেলায় পাইপ লাইনে গ্যাস সরবরাহসহ দিনাজপুরে ক্যাডেট কলেজ ও দিনাজপুর সরকারী কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর বিভাগ সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসের, এ্যাডভোকেট নজরুল ইসলাম, নুরল নবী, গোলাম নবী দুলাল, মীর তৌহিদুল ইসলাম প্রমুখ। মহিলাসহ পাঁচ দালাল আটক নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর), ২৩ ফেব্রুয়ারি ॥ হাসপাতালে রোগীদের হয়রানিসহ বিভিন্ন অভিযোগে মঙ্গলবার সকালে কালকিনিতে দালাল চক্রের মহিলাসহ ৫ জন সদস্যকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিয়ে আসছে। তারা বিভিন্ন সময় গ্রামের সহজ সরল মানুষদের হাসপাতালে ভর্তি বাণিজ্য এবং ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা প্রাইভেট ক্লিনিকে উন্নত চিকিৎসা দেয়ার কথা বলে টাকা আত্মসাত করে আসছে। দালালদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ রোগী। তাই রোগীদের সুবিধার্থে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে মোঃ তুহিন বেপারী, হিরন মোল্লা, মোঃ নাশির ফকির, কালিদাশ ও হেলেনুর বেগম নামের ৫ জন দালালকে আটক করে। বরিশালে ছয় পুলিশের বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উরস মোবারক অনুষ্ঠানে থানা পুলিশের দাবিকৃত ৫০ হাজার টাকা না দেয়ায় পুলিশ সদস্যদের হামলার ঘটনায় জেলার আগৈলঝাড়া থানার এক এসআই, পাঁচ কনস্টেবলসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেলে বরিশালের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগৈলঝাড়ার পশ্চিম বাগধা গ্রামের মোঃ মোকলেসুর রহমান সরদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত হোসেন জানান, বিচারক শিহাবুল ইসলাম মামলাটি আমলে নিয়ে গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন আগৈলঝাড়া থানার এসআই হাবিবুর রহমান, কনস্টেবল মনির হোসেনসহ অজ্ঞাত চার জন এবং স্থানীয় বাসিন্দা শহীদুল হক মিয়া, জব্বার মিয়া, শাহীন মিয়া, মাসুদ মিয়া ও মান্নান মিয়া। বন্দুকযুদ্ধ ॥ হত্যা মামলার আসামি নিহত নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৩ ফেব্রুয়ারি ॥ মহেশপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্টু (২৮) নামে হত্যা মামলার এক আসামি নিহত হয়েছে। মঙ্গলবার রাতে মহেশপুর উপজেলার হলদিপাড়া গ্রামের মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত সন্টু একই উপজেলার লালপুর গ্রামের রওশন আলীর ছেলে। মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, নিহত সন্টু মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের আকিমূল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। সোমবার রাতে তাকে কুষ্টিয়ার মিরপুর থেকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার ভোরের দিকে পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য হলদিপাড়া গ্রামের মাঠে যায়। সেখান থেকে ১টি পাইপগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করার পর তার সঙ্গীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও চালায় পাল্টা গুলি।
×