ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের বরাদ্দকৃত জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:০৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের  বরাদ্দকৃত জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ সরকারীভাবে বরাদ্দকৃত জমি ফেরতের দাবিতে মঙ্গলবার কুড়িগ্রাম শহরের শহীদ মিনার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে ২৪ মুক্তিযোদ্ধা পরিবার। সরকারীভাবে ভূমিহীন মুক্তিযোদ্ধাদের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল ও সম্পদ ক্ষতিসাধনের প্রতিবাদে মানববন্ধন করে এসব মুক্তিযোদ্ধা পরিবার। এ সময় বক্তব্য রাখেন বীরপ্রতীক আব্দুল হাই সরকার। ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধারা জানান, ২০১১ সালে সরকার খাসজমি বন্দোবস্ত করে রাষ্ট্রীয় কবুলিয়তের মাধ্যমে ২৪ জন ভূমিহীন মুক্তিযোদ্ধা পরিবারকে বরাদ্দ দেয়। এতে প্রতি পরিবার ২৫ শতক করে ৬ একর জমি ভোগদখলের সুযোগ পায়। কুড়িগ্রাম সদর উপজেলার আরাজি পলাশবাড়ীতে জমি পাওয়ার পর থেকেই স্থানীয় ভূমিদস্যুরা নানাভাবে হয়রানি শুরু করে। মুক্তিযোদ্ধাদের নামে মিথ্যা মামলাসহ জমির ফসলাদি লুট করে নিয়ে যায়। চলতি বছর ৮ জানুয়ারিতে ভূমিদস্যুরা জমিতে বোনা সরিষা ও ৩০টি ইউক্যালিপ্টাস গাছ কেটে নিয়ে যায়। এ সময় ভেঙ্গে দেয় শতাধিক সীমানা পিলার। ২ ফেব্রুয়ারি সদর থানায় মুক্তিযোদ্ধারা জিডি করে। এতে ক্ষিপ্ত হয়ে ভূমিদস্যুরা মুক্তিযোদ্ধা পরিবারদের নামে দুটি মামলা করে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক মুক্তিযোদ্ধাদের জমিতে বোরো ধান লাগায়। বীরপ্রতীক আব্দুল হাই সরকার জানান, মামলা চালানোর মতো সামর্থ্য আমাদের নেই। সরকার দখলদারদের উচ্ছেদ করে জমি বুঝিয়ে না দিলে অনশনসহ লাগাতার কর্মসূচী দিতে বাধ্য হব।
×