ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাধারণ বিজ্ঞান

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:০২, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২১. খাদ্য, বস্ত্র বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা- র. প্রতিটিই পানি উপর নির্ভরশীল রর. পানির সঙ্গে সম্পর্কিত নয় ররর. প্রভৃতির ন্যায় পানিও মানুষের মৌলিক অধিকার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২২. কার্পাস ফলের বীজ থেকে তুলা আলাদা করার প্রক্রিয়ার নাম কী? ক) কার্ডিং খ) জিনিং গ) স্পিনিং ঘ) ব্লেন্ডিং ২৩. বয়ঃসন্ধিকালে ছেলেদের- র. দাড়ি ও গোঁফ ওঠে রর. রাতের বেলা ঘুমের মধ্যে বীর্যপাত হয় ররর. কোমড়ের হাড় মোটা হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৪. অম্লের বৈশিষ্ট্য হচ্ছে- র. টক স্বাদযুক্ত রর. নীল লিটমাসকে লাল করে ররর. অণুতে প্রতিস্থাপনীয় হাইডেুাজেন পরমাণু থাকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৫. কোন অবস্থায় মেয়ে সন্তান জন্ম নিবে? ক) অঢ একসাতে হলে খ) ণণ একসাথে হলে গ) ঢঢ একসাথে হলে ঘ) ঢণ একসাথে হলে ২৬. কোনটি বিপাক ক্রিয়ার উৎসেচকের সাথে কো-এনজাইম হিসেবে কাজ করে? ক) খনিজ লবণ খ) ভিটামিন গ) শর্করা ঘ) প্রোটিন ২৭. স্পেনসার পেশায় কী ছিলেন? ক) বিজ্ঞানী খ) শিক্ষাবিদ গ) ইংরেজি ঘ) কাঠমিস্ত্রি ২৮. কোনটি সুষম খাদ্যের অন্তর্ভূক্ত নয়? ক) মাছ ও মাংস খ) দুধ ও ডিম গ) ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড ঘ) শাকসবজি ও ফল ২৯. উদ্ভিদ কোষের প্রোটোপ্লজোমে শতকরা পানির পরিমাণ কত? ক) ৫০-৬০ ভাগ খ) ৫০-৭০ ভাগ গ) ৫০-৭৫ ভাগ ঘ) ৮৫-৯৫ ভাগ ৩০. পাট গাছকে জড়ো করে রাখাকে বলে- ক) চেলা খ) তন্তু গ) কটন লিন্ট ঘ) ব্লেন্ডিং ৩১. প্রাকৃতিক পলিমার- র. পাট রর. রেজিন ররর. সুতি কাপড় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) রর ৩২. কোন প্রকার টিস্যুর কোষগুলোর কোষপ্রাচীর অসমভাবে পুরুত্ব? ক) ক্লোরেনকাইমা খ) স্ক্লেরেনকাইমা গ) জাইলেম ঘ) কোলেনকাইমা ৩৩. শিমের বীচিতে কোনটির আধিক্য বেশি? ক) কার্বোহাইড্রেট খ) পানি গ) প্রোটিন ঘ) মিনারেলস ৩৪. সাধারণত দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে হৃদপিন্ডে ফিসে আসে? ক) অক্সিজেনসমৃদ্ধ রক্ত খ) নাইট্রোজেনসমৃদ্ধ রক্ত গ) ক্যালসিয়ামসমৃদ্ধ রক্ত ঘ) কার্বন ডাইঅক্সাইডসমৃদ্ধ রক্ত ৩৫. একটি পাত্রে পানি দিয়ে তাপ দিয়ে বাষ্পে ও পরে ঠান্ডা করা হলে প্রক্রিয়াটিকে কী বলা হবে? ক) স্ফুটন খ) পরিস্রাবণ গ) পাতন ঘ) ক্লোরিনেশন ৩৬. নিচের কোনটিতে ভিটামিন এ পাওয়া যায়? ক) গরুর দুধে খ) বৃক্ক গ) ছত্রাক ঘ) মাংস ৩৭. স্নেহ পদার্থের অভাবের ফলে দেহে- র. চর্মরোগ দেখা দেয় রর. চামড়া শুষ্ক হয়ে যায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৮. রাবার কি ধরনের পদার্থ? ক) স্থিতিস্থাপক পদার্থ খ) কমে যায় গ) ঠিক থাকে ঘ) খুব বেড়ে যায় ৩৯. পৃথিবীতে লবণাক্ত পানির পরিমাণ শতকরা কতভাগ? ক) ৯৭ খ) ৭৯ গ) ৭৫ ঘ) ৯০ ৪০. মনোমার থেকে পলিমার তৈরি হয় কোন প্রক্রিয়ায়? ক) মনোমারকরণ খ) ডাইমারকরণ গ) পলিমারকরণ ঘ) ওহফঁংঃৎরধষরুধঃরড়হ ৪১. পানিতে সিসা থাকলে নিম্নের কোন প্রভাবটি মানব দেহে দেখা দিতে পারে? ক) মস্তিষ্কের বিকল হওয়া খ) বিকলাঙ্গ হওয়া গ) ফুসফুস ক্যান্সার ঘ) পাকস্থলীর রোগ ৪২. কোকুন থেকে উৎপন্ন তন্তু- র. পরিবেশ বান্ধব রর. মূলত ফাইব্রয়েন নামক এক প্রকার প্রোটিন দিয়ে তৈরী ররর. হালকা, কিন্তু অধিকতর উষ্ণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৩. অক্সিজেনসমৃদ্ধ রক্ত পরিবহন করে- র. পালমোনারি শিরা রর. অ্যাটেরিওল ররর. সাবক্লোভিয়ান শিরা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৪. নির্দেশক কত রকমের? ক) এক খ) দুই গ) তিন ঘ) চার ৪৫. এসিড শনাক্ত করার একটি সহজ উপায়- ক) জবা ফুলের রসের খ) নির্দেশকের গ) বিজ্ঞানাগারের ঘ) লিটমাস পেপারের ৪৬. পাট জাতীয় গাছ পাতা ঝরানোর জন্য কতদিন রাখতে হয়? ক) ৫-৬ দিন খ) ৫-৭ দিন গ) ৫-৮ দিন ঘ) ৫-৯ দিন ৪৭. হৃৎপিন্ডকে সংকোচনে সাহায্য করে- ক) অ্যাট্রিয়াম খ) ভেন্ট্রেকল গ) অ্যাওর্টা ঘ) পেরিকার্ডিয়াল ফ্লুইড ৪৮. মানুষের মুখের ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন এসিড- র. দাঁতের এনামেল নষ্ট করে রর. টুথপেস্ট দ্বারা প্রশমিত হয় ররর. টুথপেস্টের ক্ষারের সাথে ক্রিয়ার লবণ উৎপন্ন করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: চর অঞ্চলের মাটির পানি ধারণক্ষমতা খুবই কম। মাটির সাথে পানি যোগ করে হাতের তালুতে নিয়ে ছোট ছোট বল বানানো যায় না। ৪৯. অপরিণত বয়সে সন্তান আসলে তার অবস্থা কী হয়? ক) বালিমাটি খ) পলিমাটি গ) কাঁদামাটি ঘ) দোঁআশ মাটি ৫০. ফসলের ধরন পরিবর্তন করে কোনটি করা যায়? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (গ) ২. (খ) ৩. (ঘ) ৪. (খ) ৫. (ক) ৬. (গ) ৭. (ঘ) ৮. (ঘ) ৯. (খ) ১০. (ঘ) ১১. (খ) ১২. (খ) ১৩. (ঘ) ১৪. (খ) ১৫. (গ) ১৬. (ক) ১৭. (খ) ১৮. (ঘ) ১৯. (গ) ২০. (ঘ) ২১. (খ) ২২. (খ) ২৩. (গ) ২৪. (ঘ) ২৫. (গ) ২৬. (খ) ২৭. (খ) ২৮. (গ) ২৯. (ঘ) ৩০. (ক) ৩১. (গ) ৩২. (ঘ) ৩৩. (গ) ৩৪. (ঘ) ৩৫. (গ) ৩৬. (ক) ৩৭. (ঘ) ৩৮. (খ) ৩৯. (ক) ৪০. (গ) ৪১. (ক) ৪২. (ঘ) ৪৩. (ক) ৪৪. (গ) ৪৫. (খ) ৪৬. (গ) ৪৭. (ঘ) ৪৮. (ঘ) ৪৯. (গ) ৫০. (খ)
×