ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরও সংবাদ

প্রকাশিত: ০৪:০১, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

আরও সংবাদ

জাবেদ আমিন উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে সম্প্রতি এনআরবি কমার্শিয়াল ব্যাংকে যোগদান করেছেন। নতুন কর্মস্থলে যোগদানের পূর্বে তিনি দি সিটি ব্যাংক লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস হিসেবে কর্মরত ছিলেন। আমিন ১৯৯১ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে এএনজেড গ্রীন্ডলেজ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ প্রায় ২৫ বছরে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। আমিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে ইংরেজীতে সম্মানসহ ¯œাতকোত্তর ডিগ্রী লাভ করেন।-বিজ্ঞপ্তি চট্টগ্রামে মিল্ক ভিটার প্রথম বিক্রয় কেন্দ্র উদ্বোধন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস॥ বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেডের (মিল্ক ভিটা) পরিচালক নাজিম উদ্দিন হায়দার বলেছেন, শিশুদের মেধা বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখছে মিল্ক ভিটা তরল দুধ। বিদেশ থেকে আমদানি করা গুঁড়ো দুধ শিশুদের জন্য ক্ষতিকর। দেশে উৎপাদিত মিল্ক ভিটার তরল দুধ অন্য যে কোন ব্র্যান্ডের শিশুখাদ্যের চেয়ে উত্তম। চট্টগ্রাম নগরীর হালিশহর ১নং সড়কে মঙ্গলবার মিল্ক ভিটার বিক্রয় কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন মিল্ক ভিটার পরিচালক নাজিম উদ্দিন হায়দার। চট্টগ্রামে এটিই প্রথম বিক্রয় কেন্দ্র। তিনি জানান, পর্যায়ক্রমে চট্টগ্রাম নগরীসহ দক্ষিণ চট্টগ্রামে মিল্ক ভিটার আরও ৪/৫টি বিক্রয় কেন্দ্র খোলা হবে। এসময় উপস্থিত ছিলেন মিল্ক ভিটার চট্টগ্রামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, বিক্রয় কেন্দ্রের পরিবেশক এসবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ বেলাল হোসেন প্রমুখ। ওয়ালটন এসি উইন্টার সার্ভিস ক্যাম্পেইন অর্থনৈতিক রিপোর্টার ॥ গ্রাহকদের হাতে উচ্চ মানসম্পন্ন প্রযুক্তি পণ্য পৌঁছে দেয়ার পাশাপাশি দ্রুত বিক্রয়োত্তর সেবা প্রদানেও অন্যদের চেয়ে এগিয়ে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটন। গ্রাহক সন্তুষ্টি অর্জনে দ্রুত ও নিখুঁত বিক্রয়োত্তর সেবা প্রদানকে অধিক গুরুত্ব দিয়েছে ওয়ালটন। তাই সার্ভিস সিস্টেমের মান আরও উন্নত ও গতিশীল করতে ইতোমধ্যে নিয়েছে নানান উদ্যোগ। এরই ধারাবাহিকতায় ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমে এবার যুক্ত হলো ‘এসি উইন্টার সার্ভিস ক্যাম্পেইন-২০১৬’। ওয়ারেন্টির আওতায় দেয়া হচ্ছে ফ্রি সার্ভিস। সম্প্রতি ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের কর্মকর্তারা দেশব্যাপী ‘এসি উইন্টার সার্ভিস ক্যাম্পেইন-২০১৬’ এর কার্যক্রমের শুরু করেন। রাজধানীর কুড়িল বিশ্বরোডে ঢাকা গ্র্যান্ড হোটেলে সেবা প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। কার্যক্রম উদ্বোধন করেন ওয়ালটনের অতিরিক্ত পরিচালক মোঃ নিয়ামুল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের মনিটরিং প্রধান শাহ মোহাম্মদ ইমতিয়াজ। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মেইটবুক উন্মোচন করল হুয়াওয়ে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৬ তে (এমডব্লিউসি) আনুষ্ঠানিকভাবে মেইটবুক ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচন করল হুয়াওয়ে। আধুনিক ব্যবসার যাবতীয় কাজে ব্যবহারের উদ্দেশ্যে ২-ইন-১ ডিভাইস বিশেষভাবে তৈরি করা হয়েছে। পোর্টেবল বা বহনযোগ্য মেইটবুক ডিভাইসটি যে কোন জায়গায় যে কোন অবস্থায় সহজেই ব্যবহার করা যায়। প্রিমিয়াম ক্যাটাগরি হিসেবে মেইটবুকটিকে আখ্যায়িত করেছে হুয়াওয়ে। হুয়াওয়ের কনজিউমার বিজনেস গ্রুপের সিইও রিচার্ড ইউ বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ব্যবসা পরিচালনা করতে হুয়াওয়ে প্রতিনিয়ত দৃষ্টিনন্দন ফ্ল্যাগশিপ ডিভাইস তৈরি করে আসছে যার ফলশ্রুতিতে বাজারে আনা হলো নতুন এই ল্যান্ডমার্ক ডিভাইস মেইটবুক।Ñঅর্থনৈতিক রিপোর্টার নেসলের বিক্রি প্রত্যাশানুযায়ী হয়নি ২০১৫ সালে প্রত্যাশানুযায়ী বিক্রি হয়নি সুইজারল্যান্ডের প্রক্রিয়াজাত খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেসলের। গত বছর প্রতিষ্ঠানটির পণ্য বিক্রি বেড়েছে মাত্র ৪ দশমিক ২ শতাংশ। অর্থনীতির ধীরগতির কারণে চলতি বছরও প্রতিষ্ঠানটির বিক্রি কম হবে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। চীনে নেসক্যাফে ও কিটক্যাটের মতো নেসলের কয়েকটি পণ্যের চাহিদা কমায় এবং ভারতে ম্যাগি নুডুলসের বিক্রি সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় মূলত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি নেসলে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×