ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার ব্র্যাকের কার্ড জালিয়াতি করে কেনাকাটা

প্রকাশিত: ০৪:০০, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

এবার ব্র্যাকের কার্ড জালিয়াতি করে কেনাকাটা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেসরকারী সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল (ইউসিবিএল) ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের পরে এবার ব্র্যাক ব্যাংকের এক গ্রাহকের কার্ড জালিয়াতি করে কেনাকাটা করার অভিযোগ পাওয়া গেছে। প্রীত রেজা নামের ব্র্যাক ব্যাংকের এক গ্রাহক শনিবার এ ঘটনার শিকার হলে তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে তিনি ব্যাংকের বনানী শাখায় অভিযোগ দাখিল করেছেন বলেও জানান। ভুক্তভোগী গ্রাহকের ফেসবুক স্ট্যাটাস থেকে জানা গেছে, শনিবার রাতে প্রীতম রেজার ডেবিট কার্ডের মাধ্যমে ২৪ হাজার ৯শ’ টাকার কেনাকাটা করা হয়। রাত ৮টার কিছু পরে তিনি মোবাইলে নোটিফিকেশন পান।
×