ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোবাইল ব্যাংকিং দিয়ে বইমেলার কেনাকাটা বাড়ছে

প্রকাশিত: ০৪:০০, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

মোবাইল ব্যাংকিং দিয়ে বইমেলার কেনাকাটা বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বইমেলায় বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে বই দেখছিলেন ইডেন কলেজের ছাত্রী তানিয়া রশিদ। পছন্দ হলে বই কিনে নিচ্ছেন। তবে মূল্য পরিশোধ করছেন বিকাশ দিয়ে। শুধু তানিয়া নয়, মেলায় আগত বইপ্রেমী অনেকেই এখন বই কেনার ক্ষেত্রে নগদ টাকার পরিবর্তে ডিজিটাল পেমেন্ট হিসেবে বেছে নিচ্ছেন বিকাশ অথবা ডিবিবিএল মোবাইল ব্যাংকিং। তানিয়া জানান, আমি নগদ টাকার পরিবর্তে বিকাশ দিয়ে কিনতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। পাশাপাশি ১০ শতাংশ ক্যাশব্যাকও পাচ্ছি। এবারের বইমেলায় ২৫৩টি স্টলে দেশের স্বনামধন্য ১২৪টি প্রকাশনা থেকে প্রকাশিত বই কেনা যাচ্ছে বিকাশ দিয়ে। বিকাশ দিয়ে বই কিনলে ১০ শতাংশ ক্যাশ ব্যাকও পাচ্ছেন গ্রাহকরা। বিকাশ এর দেয়া তথ্যমতে ডিজিটাল পেমেন্টকে জনপ্রিয় করতে ২০১৪ সাল থেকে প্রতিবছরই বইমেলায় ১০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ ২০১৫ সালে বিকাশ ২৪৩টি স্টলে বিকাশ পেমেন্ট গ্রহণ করা হয়েছিল এবং বই বিক্রির পরিমাণ ছিল ২০ লাখ টাকার মতো। এ বছর মেলার দ্বিতীয় সপ্তাহেই ২০ লাখ টাকার বেশি বই বিক্রি হয়েছে বিকাশ এর মুখপাত্র জাহেদুল ইসলাম বলেন, আমরা খুব ভালই সাড়া পাচ্ছি। বিকাশ দিয়ে কেনাকাটা মেলায় আগত দর্শকদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা। এর মাধ্যমে তারা ক্যাশের বাইরে ডিজিটাল পেমেন্টের সুযোগ পাচ্ছেন। কোন গ্রাহকের যদি সাথে নগদ টাকা ঘাটতি থাকে থাহলে তিনি অন্য যে কোন বিকাশ ব্যবহারকারী থেকে তার নিজের এ্যাকাউন্ট এ টাকা গ্রহন করে পছন্দের বইটি কিনতে পারবেন। ধীরে ধীরে বিকাশ ব্যবহার করে কেনাকাটা বাড়ছে। বিকাশ দিয়ে কেনাকাটায় কোন চার্জ প্রদান করতে হয় না। তবে এবারের মেলায় শুধু বিকাশ নয়, বেশ কয়েকটি স্টলে বই কেনা যাচ্ছে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং ব্যবহার করে। কিছু কিছু স্টলে ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেও কেনাকাটা করা যাচ্ছে। এ প্রসঙ্গে একজন প্রকাশক বলেন, বই মেলায় কেনাকাটা এখন শুধুমাত্র নগদ টাকায় কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ নেই। ডিজিটাল পেমেন্টও করা যাচ্ছে। এবারের মেলায় কেনাকাটায় প্রযুক্তির ছোঁয়া লেগেছে।
×