ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কঠিন শিলা খাতে বিনিয়োগে আগ্রহী পোল্যান্ড ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:০০, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

কঠিন শিলা খাতে বিনিয়োগে আগ্রহী  পোল্যান্ড ॥ বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ কঠিন শিলা খাতে (কয়লা) এবং কৃষি পণ্য সংরক্ষণ ও ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে পোল্যান্ড বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সচিবালয়ে মঙ্গলবার দুপুরে বাংলাদেশে সফররত পোল্যান্ডের ইকোনমিক ডেভেলপমেন্ট বিষয়ক ডেপুটি মিনিস্টার রাডোস্ত ডোমাগালসকি লাবেডিজকির নেতৃত্বে আগত প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করে মন্ত্রী সাংবাদিকদের এ সব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশে এ মুহূর্তে ৩০টি স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। বিনিয়োগে আকর্ষণীয় সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। পোল্যান্ডেকে এখানে বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছে। কঠিন শিলা সেক্টরে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে পোল্যান্ডের। এ সেক্টরে তারা বাংলাদেশে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের কৃষি পণ্য সংরক্ষণ ও প্রসেসিং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেছে পোল্যান্ড। এ সময় পোল্যান্ডের ডেপুটি মিনিস্টার বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ভাল। পোল্যান্ড বাংলাদেশের কঠিন শিলা সেক্টর ও ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশের সঙ্গে পোল্যান্ডের চলমান বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি করা হবে। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব শুভাশিষ বসু (মহাপরিচালক, ডব্লিউটিও সেল), অতিরিক্ত সচিব মোঃ শওকত আলী ওয়ারেছি উপস্থিত ছিলেন।
×