ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পোশাকের ‘ন্যায্যমূল্যের’ সংজ্ঞা নির্ধারণ কঠিন ॥ জার্মান রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৪:০০, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

পোশাকের ‘ন্যায্যমূল্যের’ সংজ্ঞা নির্ধারণ কঠিন ॥ জার্মান রাষ্ট্রদূত

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৈরি পোশাকের ‘ন্যায্য মূল্যের সংজ্ঞা’ নির্ধারণ করা কঠিন উল্লেখ করে এ ক্ষেত্রে ক্রেতা ও ভোক্তার স্বার্থ বিবেচনায় নেয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ। মঙ্গলবার তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পোশাকের যে ন্যায্য মূল্যের কথা বলা হচ্ছে- তার সংজ্ঞা নির্ধারণ করা কঠিন। এ ক্ষেত্রে ক্রেতা ও ভোক্তার স্বার্থ চিন্তা করে মূল্য নির্ধারণ করা উচিত। সব দিক বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হলে সেটি বাংলাদেশের পোশাক খাতকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত প্রিঞ্জ। বিজিএমইএ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্যাশন এ্যান্ড টেকনোলজির যৌথ উদ্যোগে ‘বিজিএমইএ-বিউএফটি জার্নালিজম ফেলোশিপ-২০১৫’ বিষয়ে এই সংবাদ সম্মেলন হয়। এ ফেলোশিপের অধীনে বাংলাদেশের নির্বাচিত কয়েকজন গণমাধ্যম কর্মী জার্মানিতে ‘স্টাডি ট্যুর অব স্কিলস এ্যান্ড এথিকস ইন বিজনেস জার্নালিজম’ নামের একটি প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নেবেন। এর আগে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, পোশাক খাতে যেসব সাংবাদিক কাজ করেন, তাদের পেশাগত দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যেই ২০১৪ সালে প্রথমবারের মতো এ ফেলোশিপের ঘোষণা দেয়া হয়। এবারের প্রশিক্ষণ নিতে যাওয়া সাংবাদিকদের ব্যাচটি আগামী ২৮ ফেব্রুয়ারি জার্মানির উদ্দেশে রওনা দেবেন। ৬ মার্চ পর্যন্ত ওই প্রশিক্ষণ চলবে। প্রতিবছর এই বিজিএমইএ-বিউএফটি জার্নালিজম ফেলোশিপ দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর।
×