ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তেলের দাম ৩-৫ বছর কম থাকবে ॥ মুকেশ

প্রকাশিত: ০৩:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

তেলের দাম ৩-৫ বছর কম  থাকবে ॥ মুকেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বর্তমানে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হচ্ছে জ্বালানি তেল। বিশেষজ্ঞরা এ নিয়ে ইতোমধ্যেই নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ বলেছেন, তেলের দাম আরও কমবে। কেউ বলেছেন, শীঘ্র বাজার ঘুরে দাঁড়াবে। আবার কেউ বলেছেন, আপাতত দাম কমছে না। এবার এ নিয়ে মুখ খুললেন ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি। তিনি জানালেন, দীর্ঘ সময় ধরে তেলের দাম কম থাকবে। অন্ততপক্ষে ৩ থেকে ৫ বছর এ অবস্থা চলতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ইন্টারন্যাশনালকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা জানান। বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ তেল পরিশোধন কোম্পানি হচ্ছে রিলায়েন্সের মালিকানাধীন জামনগর রিফাইনারি। মুকেশ আম্বানির কাছে প্রশ্ন করা হয়, তেলের দাম যেভাবে পড়ছে- সে ব্যাপারে আপনার কী মত?
×