ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের পুঁজিবাজার অস্থির হতে পারে

প্রকাশিত: ০৩:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

ভারতের পুঁজিবাজার অস্থির হতে পারে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গেল সপ্তাহটা অনেক ভাল কেটেছে ভারতের পুঁজিবাজার। কিন্তু এ সপ্তাহ অস্থিরতার মধ্য দিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এনডিটিভির এক খবরে জানানো হয়েছে, আগামী ২৫ তারিখে রেল বাজেট ঘোষণা করতে যাচ্ছে দেশটি। একই সঙ্গে প্রকাশ হতে যাচ্ছে অর্থনৈতিক গবেষণা জরিপ। এ দুই বিষয়কে সামনে রেখেই বিশেষজ্ঞরা এমন আশঙ্কার কথা তুলে ধরেছেন। বাজার বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের প্রধান প্রধান পুঁজিবাজারের প্রভাবের চেয়ে এ সপ্তাহে দেশীয়ভাবে নেয়া পদক্ষেপ ভারতের বাজারকে বেশি প্রাধান্য দেবে। হেম সিকিউরিটিজের পরিচালক গৌরব জেন জানান, বিশ্ব পুঁজিবাজারে লেনদেন, জ্বালানি তেলের দর, অর্থনৈতিক জরিপ, আসন্ন রেল বাজেটে সংস্কারমূলক পদক্ষেপ ঘোষণা ও রুপী-ডলারের উত্থান-পতন এ সপ্তাহের বাজারকে অস্থির করে তুলতে পারে। গ্লোবাল রিচার্সের গবেষক বিবেক গুপ্তা মনে করেন, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভারত যে সিরিজ পদক্ষেপ ঘোষণার উদ্যোগ দিয়েছে তা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এ প্রভাব বাজারে অস্থিরতা তৈরি করবে।
×