ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৩:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৫ অর্থবছরের আর্থিক হিসাব পর্যালোচনা শেষে লভ্যাংশ ঘোষণা করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য পাওয়া গেছে। লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলো হলো- সামিট এ্যালায়েন্স পোর্ট, লংকা-বাংলা ফাইন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স ও বিএটিবিসি। সামিট এ্যালায়েন্স পোর্ট শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। কোম্পানি ২০১৫ অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ০.৮৭ টাকা আর ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে (এনএভিপিএস) ২৮ টাকায়। লংকা-বাংলা ফাইন্যান্স শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে। কোম্পানি ২০১৫ অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ১.৭৬ টাকা আর ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে (এনএভিপিএস) ২৬.০২ টাকায়।
×