ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৩:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। গত কার্যদিবসের চেয়ে উভয় পুঁজিবাজারে এদিন মোট লেনদেন বেড়েছে ১১২ কোটি টাকার বেশি, যার মধ্যে ডিএসইতে বেড়েছে ১০২ কোটি টাকা এবং সিএসইতে বেড়েছ ৯ কোটি টাকার বেশি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারী ছুটি থাকায় গত রবিবার উভয় পুঁজিবাজারের লেনদেন বন্ধ ছিল। ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৭১ কোটি ২৪ লাখ টাকা। এর আগে সোমবার লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৬৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেনে বেড়েছে ১০২ কোটি ৫৬ লাখ টাকা। এছাড়া প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৭২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯৮ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরিয়াহ সূচক ০ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৯ পয়েন্টে এবং ৩ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৭ পয়েন্টে। এছাড়া ডিএসইতে মঙ্গলবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১২৬টির এবং দাম পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ লংকা-বাংলা ফিন্যান্স, বিএসআরএম লিমিটেড, কাশেম ড্রাইসেল, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোমোবাইল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, বেক্স ফার্মা এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৯ কোটি ২৯ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনদেন কমেছে ৯ কোটি ৫১ লাখ টাকা। মঙ্গলবার সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৫২ দশমিক ৫৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬৫১ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৩০ দশমিক ৮৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১২ হাজার ৮০৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৬ দশমিক ৫৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৩৫ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪ পয়েন্টে। এছাড়া সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ৯৯টির এবং দাম পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ারের। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ লংকা-বাংলা ফিন্যান্স, লাফার্জ সুমরা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, জিপিএইচ ইস্পাত, অলিম্পিক এক্সেসরিজ, বেক্সিমকো লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, প্রাইম সিমেন্ট, বেক্সিমকো ফার্মা এবং ইফাদ অটোমোবাইল।
×