ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুইডেন অনুদান চুক্তি বাড়াচ্ছে না

প্রকাশিত: ২২:৩৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

সুইডেন অনুদান চুক্তি বাড়াচ্ছে না

স্টাফ রিপোর্টার আগামী ৬ বছরে অনুদানের পরিমাণ বাড়াচ্ছে না সুইডেন। গত ৬ বছরের সমানই অনুদান দিচ্ছে দেশটি। ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশকে প্রায় ১ হাজার ৪০৮ কোটি টাকা অনুদান দিচ্ছে সুইডেন। দেশের প্রাথমিক শিক্ষা, কর্মজীবী শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসহ, নারীদের ক্ষমতায়ন, পরিবেশসহ কয়েকটি খাতে এ অনুদান সহায়তা দিচ্ছে দেশটি। এ বিষয়ে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে উন্নয়ন সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহার ফ্রাইসেল। অনুষ্ঠানে জানানো হয়, আগামী পাঁচ বছরে অনুদান সহায়তা বাড়াচ্ছে না সুইডেন। এক্ষেত্রে যে অনুদান সহায়তা দিচ্ছে তা পরবর্তীতে কমে বা বেড়ে যেতে পারে। এটা নির্ভর করবে প্রকল্পের ব্যয়ের উপর। এটি হয়েছে একটি আমব্রেলা চুক্তি। এ চুক্তির আওতায় পরবর্তীতে প্রকল্পভিত্তিক অনুদান সহায়তা দেবে সুইডেন। সুইডেন অতীতের মতোই এক দশমিক ৬ বিলিয়ন এইইকে (সুইডিশ কোনাল) বা এক হাজার ৪০৮ কোটি টাকা অনুদান দেবে।
×