ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাধারণ জ্ঞান

প্রকাশিত: ০৮:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

সাধারণ জ্ঞান

১. বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান? ক.মিজোরাম খ.ত্রিপুরা গ.কলকাতা ঘ.মেঘালয় ২. কিটো কোন দেশের রাজধানী? ক.পেরু খ.ইকুয়েডর গ.ইরাক ঘ.আর্জেন্টিনা ৩. রাজবংশী আদবিাসীর বাস কোথায়? ক.রংপুর খ.রাঙ্গামাটি গ.রাজশাহী ঘ.বগুড়া ৪. বাংলাদেশের বিশেষায়িত কৃষি ব্যাংক কয়টি? ক.২ খ.৩ গ.৪ ঘ.৫ ৫. চির বসন্তের শহর? ক. কিটো খ.রোম গ.কায়রো ঘ.রিয়াদ ৬. ফারাক্কা বাঁধা চালু হয় কত সালে? ক.১৯৭২ খ.১৯৭৫ গ.১৯৭৬ ঘ.১৯৭৮ ৭. রাষ্ট্রীয় সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? ক.১০ খ.১২ গ.১৫ ঘ.১৯ ৮. বান্দাহ আচেহ কোথায় অবস্থিত? ক.ইন্দোনেশিয়া খ.ভারত গ.নামিবিয়া ঘ.ব্রাজিল ৯. ‘ঋৎববফড়স ঋৎড়স ঋবধৎ’ গ্রন্থের লেখক? ক.আবুল কালাম খ.বারাক ওবামা গ.জন কেরি ঘ.অং সান সু চি ১০. ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ? ক.৬টি খ.৭টি গ.৮টি ঘ.১০টি ১১. দেশে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়? ক.১০ জানুয়ারি ২০১৪ খ.১০ ফেব্রুয়ারি ২০১৪ গ.১৫ ফেব্রুয়ারি ২০১৪ ঘ.১০ মার্চ ২০১৪ ১২. ভারতের ২৯তম রাজ্য কোনটি? ক.আসাম খ.ঝাড়খন্ড গ.তেলেঙ্গানা ঘ.রাজস্থান ১৩. ২০১৪ বিশ্বকাপে প্রথম গোলদাতা কে? ক.নেইমার খ.লিওনেল মেসি গ.টমাস মুলার ঘ.রুদ্রিগেজ ১৪. ঢাবির প্রথম ছাত্রী কে ছিলেন? ক.হালিমা পারভিন খ.লীলা নাগ গ.হালিমা আখতার ঘ.নীলা বেগ ১৫. ফরাসি বিপ্লব কোন সালে সংঘটিত হয়? ক.১৭৭৫ খ.১৭৭৮ গ.১৭৮০ ঘ.১৭৮৯ ১৬. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ? ক.নেপাল খ.ভারত গ.চীন ঘ.ভূটান ১৭. ‘রাজা ঈদিপাস’ কী? ক.উপন্যাস খ.নাটক গ.প্রবন্ধ ঘ.কবিতা ১৮. ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট কে? ক.রবার্ট মুগাবে খ.টনি অ্যাবোট গ.জোকো উইডোডা ঘ.মুসা মারা ১৯. কচু শাকে কী থাকে? ক. লৌহ খ.জিংক গ.পটাসিয়াম ঘ.ক্যালসিয়াম ২০. ওয়াটারলু কোথায় অবস্থিত? ক.নিউইয়র্ক খ.বেলজিয়ামে গ.বলিভিয়া ঘ.ঘানা ২১. গণতন্ত্রের সুতিকাগার বলা হয়? ক.ইরাক খ.ইতালি গ.মায়ানমার ঘ.গ্রীস ২২. আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে? ক.শেখ মুজিবুর রহমান খ.মাওলানা ভাসানী গ.তোফায়েল আহমেদ ঘ.শেখ হাসিনা ২৩. ‘ফরিদ’ কার প্রকৃত নাম? ক.বাবর খ.আকবর গ.শেরশাহ খ.হূমায়ন ২৪. সিনহুয়া কোন দেশের সংবাদ সংস্থা? ক. ব্রাজিল খ.চীন গ.যুক্তরাজ্য ঘ.যুক্তরাষ্ট্র উত্তর: ১.ঘ ২.খ ৩.ক ৪.খ ৫.ক ৬.গ ৭.খ ৮.ক ৯.ঘ ১০.গ ১১.ঘ ১২.গ ১৩.ক ১৪.খ ১৫.ঘ ১৬.খ ১৭.খ ১৮.গ ১৯.ক ২০.খ ২১.ঘ ২২.খ ২৩.গ ২৪.খ
×