ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৮:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

১. কাদের কোম্পানিতে কোন প্রকার ভোটাধিকার নেই? ক) ঋণদাতার খ) ব্যবস্থাপনা পরিচালকের গ) উর্ধ্বতন কর্মকর্তার ঘ) ক ও গ উভয়ই ২. ঋণপত্র হলো পাবলিক লিমিটেড কোম্পানির উন্মুক্ত ঋণ গ্রহণের একটি- ক) প্রামাণ্য দলিল খ) পদ্ধতি গ) চুক্তিপত্র ঘ) সবগুলোই ৩. কোন ব্যয় পণ্য ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত নয়? ক) সময় ব্যয় খ) প্রমাণ ব্যয় গ) প্রকৃত ব্যয় ঘ) মিশ্র ব্যয় ৪. কোথায় প্রত্যেকটি কার্যাবলির মোট নগদ আগম ও নির্গমন পৃথকভাবে উপস্থাপন করা হয়? ক) প্রত্যক্ষ পদ্ধতিতে খ) পরোক্ষ পদ্ধতিতে গ) মোট পদ্ধতিতে ঘ) মিশ্র পদ্ধতিতে ৫. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পদ্ধতি কয়টি? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ৬. প্রতিষ্ঠানের সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কম প্রদর্শিত হলে- র. নিট মুনাফার পরিমাণ কম হবে রর. চলতি সম্পদের পরিমাণ কম হবে ররর. আয়ের পরিমাণ কম হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৭. অস্থিতিশীল বাজারে কোন মজুদ পদ্ধতি অধিক কার্যকরী? ক) ঋওঋঙ সবঃযড়ফ খ) খওঋঙ সবঃযড়ফ গ) আবৎধমব সবঃযড়ফ ঘ) ঝরসঢ়ষব ধাবৎধমব সবঃযড়ফ ৮. আর্থিক বিবরণীর অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা- র. ব্যয় সংকোচন রর. আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রাথমিক পর্যায় ররর. সুনির্দিষ্ট আদর্শমানের অভাব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ)র ও ররর ঘ) র, রর ও ররর ৯. অংশীদারি চুক্তিতে উত্তোলনের ওপর সুদ ধার্যের কথা উল্লেখ না থাকলে সুদের হার কত হবে? ক) ৫% খ) ৮% গ) ১০% ঘ) ০% ১০. আরিফুর রহমান তার প্রতিষ্ঠানের পরিবর্তনশীল ব্যয় নির্ধারণ করার পরামর্শ দেন। এতে করে প্রতিষ্ঠান নির্ধারণ করতে পারবেন- র. উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল রর. কারখানার ভাড়া ররর. বিক্রয়কর্মীর কমিশন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১১. নিচের কোনটি পরোক্ষ কাঁচামালের উদাহরণ? ক) খাদ্য প্রস্তুতের জন্য লবণ খ) কারখানার সুপারভাইজারের বেতন গ) ভাড়া খরচ ঘ) যন্ত্রপাতির মেরামত খরচ ১২. সাধারণত বাংলাদেশে পণ্যমূল্যের ওপর কত শতাংশ ভ্যাট ধার্য করা হয়? ক) ১০% খ) ১৫% গ) ২০% ঘ) ২৫% ১৩. অংশীদারি ব্যবসায় গঠিত হয়- ক) ১৯১৩ সালের আইন অনুযায়ী খ) ১৯৩২ সালের আইন অনুযায়ী গ) ১৯৯১ সালের আইন অনুযায়ী ঘ) ১৯৯৪ সালের আইন অনুযায়ী ১৪. বিশদ আয় বিবরণীতে আয়-ব্যয়কে ভাগ করা হয়- র. সেবা প্রদানের আয় রর. বিক্রিত পণ্যের ব্যয় ও পরিচালন ব্যয় ররর. অপরিচালন আয় ও ব্যয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৫. ইক্যুইটি কী? ক) মূলধন খ) সম্পত্তি গ) সম্পত্তির উপর মালিকের পূর্ণ অধিকার ঘ) মূলধন + সঞ্চিতি ও লাভ ১৬. অব্যবসায়ী মুনাফাভোগী প্রতিষ্ঠান হিসেবে গণ্য- র. চার্টার্ড একাউন্ট্যান্টস ফার্ম রর. আইনজীবীদের ফার্ম ররর. প্রকৌশলীদের ফার্ম নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (ক) ২. (ক) ৩. (ক) ৪. (ক) ৫. (ক) ৬. (ঘ) ৭. (খ) ৮. (খ) ৯. (ঘ) ১০. (গ) ১১. (ক) ১২. (খ) ১৩. (খ) ১৪. (ঘ) ১৫. (ঘ) ১৬. (ঘ)
×