ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গৃহকর্মী নির্যাতন

শাহাদাত ও তার স্ত্রীর বিচার শুরু

প্রকাশিত: ০৮:৪৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

শাহাদাত ও তার স্ত্রীর বিচার শুরু

কোর্ট রিপোর্টার ॥ গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে সোমবার অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে চাঞ্চল্যকর এ মামলার বিচার শুরু হলো। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিলা ইসলাম শুনানি শেষে অভিযোগ গঠন করেন। আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন করা হলেও বিচারক তা নাকচ করে দেন। এর আগে গত ৪ ফেব্রুয়ারি বিচারক অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগ গঠনের তারিখ ২২ ফেব্রুয়ারি ধার্য করেন। গত ১২ জানুয়ারি মামলাটি ঢাকা সিএমএম আদালত থেকে ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। গত ২৯ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪ (২) খ ধারায় মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান ঢাকা সিএমএম আদালতে এ চার্জশীট দাখিল করেছিলেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪(২) খ ধারা অনুযায়ী বিচারে শাহাদাত এবং নিত্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ ১৪ এবং সর্বনিম্ন ৭ বছরের কারাদ- হতে পারে। মামলার এজাহার মতে, গত ৬ সেপ্টেম্বর পল্লবীর সাংবাদিক কলোনির ৩ নম্বর রোডের মাথায় গৃহকর্মী হ্যাপিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা করেন এক সাংবাদিক। ১৩ সেপ্টেম্বর হ্যাপি আদালতে হাজির হয়ে জবানবন্দী প্রদান করেন। ৪ অক্টোবর শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে পুলিশ গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। ৫ অক্টোবর শাহাদাত আদালতে আত্মসমর্পণ করলে আদালত তারও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। এরপর ৮ অক্টোবর শাহাদাতকে তিন দিনের রিমান্ডেও নেয়া হয়। গত ১ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ নিত্যের এবং গত ৮ ডিসেম্বর হাইকোর্ট শাহাদাতের জামিন মঞ্জুর করলে তারা কারামুক্ত হন।
×