ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৪ দলীয় জোটের মানববন্ধন স্থগিত

প্রকাশিত: ০৮:৪২, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

১৪ দলীয় জোটের মানববন্ধন স্থগিত

বিশেষ প্রতিনিধি ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) কার্যক্রম চলমান থাকায় পূর্বঘোষিত আগামীকালের মানববন্ধন কর্মসূচী স্থগিত করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। আগামীকাল ২৪ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বাদে দেশের সব জেলা সদরে পাকিস্তানের অব্যাহত বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র, কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকা- ও মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার কটূক্তির প্রতিবাদে ব্যাপক গণজাগরণ সৃষ্টির উদ্দেশ্যে এ মানববন্ধন হওয়ার কথা ছিল। সোমবার দুপুরে আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ও কেন্দ্রীয় ১৪ দলের দফতর সমন্বয়ক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মসূচী স্থগিত করার কথা জানানো হয়। ১৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের মানববন্ধন থেকে সারাদেশে এই কর্মসূচী ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
×