ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাঠ বিক্ষোভে পানির কষ্টে দিল্লীর কোটি মানুষ

প্রকাশিত: ০৮:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

জাঠ বিক্ষোভে পানির কষ্টে দিল্লীর কোটি মানুষ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের সরকারী চাকরিতে কোটার দাবিতে বিক্ষোভকারী জাঠ সম্প্রদায়ের লোকেরা রাজধানী দিল্লীতে পানি সরবরাহের প্রধান মুনাক খালের পানি সরবরাহ লাইন বন্ধ করে দেয়ায় পানি সঙ্কটে পড়েছে দিল্লীর এক কোটি বাসিন্দা। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। দিল্লীর মোট পানির তিন-পঞ্চমাংশই আসে মুনাক খাল দিয়ে। তবে সোমবার সেনাবাহিনী খালটির নিয়ন্ত্রণ নিয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন খুব শীঘ্রই পানি সরবরাহ শুরু করা যাবে। শহরের বিভিন্ন জায়গায় জরুরী পানি সরবরাহের জন্য ট্যাংকার বসানো হয়েছে। পানি সঙ্কটের জন্য দিল্লীর সব স্কুলও বন্ধ করে দেয়া হয়। তবে দিল্লীর পশ্চিম দিকে একটি গুরুত্ব¡পূর্ণ মহাসড়ক এখনও বিক্ষোভকারীরা অবরোধ করে রেখেছে। ফলে ওই রাস্তা দিয়ে সোমবারও কোন যানবাহন চলতে পারেনি। বেশ কিছুদিন ধরে চলতে থাকা এই সহিংস বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ১৯ জন নিহত ও বহু লোক আহত হয়েছে। জাঠ নেতারা দাবি করছেন, ভারতে সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য শিক্ষা ও সরকারী চাকরির যে কোটা সংরক্ষণের ব্যবস্থা আছে, তাতে জাঠদেরও অন্তর্ভুক্ত করতে হবে। বিক্ষিপ্ত সংঘর্ষ এবং অগ্নিসংযোগের ঘটনা এখনও ঘটছে। তবে কর্তৃপক্ষ সোমবার কিছু জায়গা থেকে কারফিউ তুলে নিয়েছে। এর মধ্যে ভারতের সুপ্রীমকোর্টে দিল্লী রাজ্য সরকার এক আবেদন করে এই সঙ্কটে জাতীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে। কিন্তু উচ্চ আদালত শুনানির সময় সমালোচনা করে বলেছে, এই সঙ্কটের সমাধান করার জন্য তাদের আদালতে না এসে বরং হরিয়ানা রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা উচিত ছিল।
×