ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্ল হারবারে ডিগবাজি

প্রকাশিত: ০৫:২১, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

পার্ল হারবারে ডিগবাজি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত প্রশান্ত মহাসাগরীয় মার্কিন দ্বীপ হাওয়াইয়ের পার্ল হারবার এখন পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। প্রতিদিন দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক এখানে এসে থাকে। উইসকনসিন অঙ্গরাজ্য থেকে আসা শন উনরিচ বৃহস্পতিবার এখানে এসেছিলেন অবকাশ কাটাতে। হঠাৎ দেখতে পেলেন আকাশে একটি কি যেন তার দিকে উড়ে আসছে। দৃশ্যটি তিনি ভিডিও করতে থাকেন। তিনি যা দেখছিলেন তা ছিল একটি হেলিকপ্টার। হেলিকপ্টারটি অকস্মাৎ তালগোল পাকিয়ে সাগরের পানির কাছাকাছি চলে আসে। উনরিচ বলছেন, হেলিকপ্টারটি পানিতে পড়ে গেলে তিনি ভিডিও করা বন্ধ রেখে আক্রান্ত আরোহীদের বাঁচাতে পানিতে ঝাঁপ দেন। এর আরোহী পাঁচজনের সবাইকে নিরাপদে বের করে আনা হলেও ১৬ বছর বয়সী এক কিশোর পানির নিচে সিটে আটকা পড়ায় তাকে বের করে আনতে কিছুটা সময় লাগে। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হনুলুলু ইমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্টের একজন মুুখপাত্র বলেছেন ঘটনাস্থলে উপস্থিত পথচারী ও পর্যটকদের উপস্থিত বুদ্ধিমত্তায় হেলিকপ্টার আরোহী সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, ঘটনাটি ছিল খুবই উত্তেজনাপূর্ণ। কেউই আশা করেনি যে অবকাশ কাটাতে আসবে আর এমন একটি ঘটনার মুখোমুখি হবে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার শিকার হেলিকপ্টারটি ছিল বেল ২০৬ মডেলের। -এবিসি
×