ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাস্টমস কর্মকর্তার ওপর হামলায় দেশজুড়ে কালোব্যাজ ধারণ

প্রকাশিত: ০৫:২১, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

কাস্টমস কর্মকর্তার ওপর হামলায় দেশজুড়ে কালোব্যাজ ধারণ

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ যশোরের বেনাপোলে কাস্টমস হাউসে কাস্টম কর্মকতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিসিএস কাস্টমস ও ভ্যাট এ্যাসোসিয়েশনের ডাকে সোমবার থেকে দেশব্যাপী কালোব্যাজ ধারণ কর্মসূচী শুরু হয়েছে। এদিকে গত ১৭ ফেব্রুয়ারি সংঘটিত এ ঘটনায় মামলার প্রেক্ষিতে সোমবার বেনাপোল থানা পুলিশ আবুল হোসেন ও মোহাম্মদ আলী নামে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। অপর চার আসামিসহ অজ্ঞাতনামারা পলাতক রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমানের ওপর চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়। তাকে রক্ষায় এগিয়ে গেলে ডেপুটি কমিশনার নিতিশ কুমার বিশ্বাসও আহত হন। পরে কাস্টমসের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় যে ছয় জনকে চেনা গেছে তাদের নামে সরাসরি মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা রয়েছে আরও ১৫ জন। ঘটনার পর বিসিএস কাস্টমস এ্যান্ড ভ্যাট এ্যাসোসিয়েশন এর প্রতিবাদ জানায় এবং তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে। রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় প্রতিবাদ সভা থেকে দেশজুড়ে কালো ব্যাজ ধারণ ও পরবর্তীতে প্রতীকি ধর্মঘট পালনের কর্মসূচী দেয়া হয়। সে অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডসহ দেশের সকল কাস্টমস হাউজ বিমানবন্দর, স্থলবন্দর, এলসি স্টেশনসহ সবক্ষেত্রে কালো ব্যাজ ধারণ কর্মসূচী শুরু হয়েছে। কাস্টমস ও ভ্যাট এ্যাসোসিয়েশনের মহাসচিব ড. শহীদুল ইসলাম জানিয়েছেন, এ কর্মসূচী আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এর মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে ২৯ তারিখ থেকে দেশজুড়ে কাস্টমস ও ভ্যাট কর্মকর্তারা কর্মবিরতি পালন শুরু করবে। উল্লেখ্য, সোমবার জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা কাস্টম হাউস, চট্টগ্রাম কাস্টম হাউস, মংলা কাস্টম হাউস, বেনাপোল কাস্টম হাউসসহ ভ্যাট কমিশনারেট ও অন্যান্য অভ্যন্তরীণ রাজস্ব আদায় কেন্দ্রগুলোতে এ কর্মসূচী শুরু হয়েছে।
×