ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাটি খুঁড়ে প্রবাসীর মরদেহ উদ্ধার, স্ত্রী-পুত্র গ্রেফতার

প্রকাশিত: ০৫:২০, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

মাটি খুঁড়ে প্রবাসীর মরদেহ উদ্ধার, স্ত্রী-পুত্র গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২২ ফেব্রুয়ারি ॥ বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর আবু জাহের (৫০) নামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত দুইটার দিকে নিহতের ছেলে মোঃ হান্নানের স্বীকারোক্তির ভিত্তিতে মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া-চাঁদপুর গ্রামের একটি খাল পাড়ে মাটিতে পুঁতে রাখা অবস্থা থেকে মরদেহটি তুলে আনা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ হান্নান (২২) ও স্ত্রী রেহানা আক্তারকে (৪২) গ্রেফতারা হয়েছে। পুলিশ জানায়, এর মধ্যে হান্নানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তার বাবাকে সে হত্যা করেছে বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতরা বর্তমানে বেগমগঞ্জ থানা হাজতে রাখা হয়েছে। উদ্ধার করা মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে সোমবার নিহতের বড় ভাই হুমায়ুনের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের বড় ভাই হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ১৯ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার ছোট ভাই আবু জাহেরের মুঠোফোনে ফোন আসার পর সে বাড়ি থেকে বের হয়। যাওয়ার সময় স্ত্রী রেহানাকে পার্শ্ববর্তী বারিহাটে যাচ্ছেন বলে জানায়। রাতে বাড়ি ফিরে না আসায় পরদিন শনিবার তিনি বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি আরও জানান, তার ভাই দীর্ঘ ১৯ বছর ধরে সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত। প্রায় দেড় মাস পূর্বে সে বাড়িতে আসে। বিদেশে থাকা অবস্থায় দেশে পাঠানো টাকা-পয়সার হিসাব নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। তাছাড়া তার বড় ছেলে হান্নান পড়া-লেখা না করে বখাটেদের পাল্লায় পড়ে ঘোরাঘুরি করা নিয়ে তাকেও বকাঝকা করেন। এ নিয়ে হান্নান বাড়ি ছেড়ে চলে যায়। এসব কারণে ভাই নিখোঁজ হওয়ার পেছনে তার স্ত্রী ও ছেলের হাত থাকতে পারে বলে তার সন্দেহ হয়। নিহতের বড় ভাই হুমায়ুন কবির (পুলিশের অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক) আরও বলেন, সন্দেহের ভিত্তিতে তিনি রবিবার সকালে পুলিশকে দিয়ে বাড়িতে তাঁর ভাইয়ের স্ত্রীকে এবং বিকেলে আবার তার ছেলে-মেয়েদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করান। কিন্তু কোন তথ্য পাওয়া যায়নি। বাড়িতে আসার পর তিনি পুনরায় হান্নানের কাছে তার বাবার নিখোঁজ হওয়ার বিষয়ে জানতে চান। এ সময় সে তার বাবা মারা গেছে বলে জানায়। তাৎক্ষণিক তিনি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে হান্নানের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ি থেকে ৪০০-৫০০ গজ দূরে খাল পাড়ে পুঁতে রাখা অবস্থা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে। জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক মাটি খুঁড়ে নিখোঁজ প্রবাসীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিদেশ থেকে পাঠানো টাকা-পয়সার হিসাব চাইলে স্ত্রী-পুত্রের সঙ্গে নিহত প্রবাসীর বিরোধ দেখা দেয়। বিরোধের জের ধরেই তাকে ঘর থেকে ঢেকে নিয়ে হত্যা করে মরদেহটি মাটিতে পুঁতে রাখা হয়েছে। নিহতের ছেলে গ্রেফতারকৃত হান্নানের দেখানো মতে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয। মামলা হয়েছে কিনা এ প্রশ্নে তিনি বলেন, নিখোঁজের ঘটনায় পূর্বে দায়ের হওয়া সাধারণ ডায়েরিটি এখন নিয়মিত হত্যা মামলা হিসেবে দেখানো হবে। তিনি বলেন, আসামিদের থানায় রেখে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। মঙ্গলবার আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
×