ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংসদে মন্ত্রী মোজাম্মেল হক

বিসিএসে মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ওপর ১০০ নম্বরের পরীক্ষা হবে

প্রকাশিত: ০৫:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

বিসিএসে মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ওপর ১০০ নম্বরের পরীক্ষা হবে

সংসদ রিপোর্টার ॥ বিসিএস পরীক্ষায় বাংলাদেশের ২৩ বছরের মুক্তি সংগ্রাম এবং নয় মাসের মুক্তিযুদ্ধের ওপর একশত নম্বর রাখার কার্যক্রম চলছে। পরবর্তী প্রজন্ম যেন শ্রদ্ধার সঙ্গে মুুক্তিযুদ্ধকে স্মরণ রাখে সেজন্য পাঠ্যসূচীর পাশাপাশি সর্বোচ্চ প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও মুক্তিযুদ্ধের ওপর একশত নম্বরের পরীক্ষা হবে। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে হুইপ শহিদুজ্জামানের সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রী বলেন, এতে মুক্তিযুদ্ধের নয় মাসের লড়াইয়ের পাশাপশি মুক্তিযুদ্ধের পটভূমি তৈরির ২৩ বছরের আন্দোলন সংগ্রামের ইতিহাসও থাকবে। সরকারী দলের সংসদ সদস্য সামশুল হক ভুইয়ার অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্দোলনের ২৩ বছরের ইতিহাসকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের কথা ভাবা যায় না। ইতিহাসের একটি মাইল ফলক হলো আগরতলা ষড়যন্ত্র মামলা। ওই মামলায় বঙ্গবন্ধুর সঙ্গে যারা অভিযুক্ত ছিলেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ওই মামলার অভিযুক্তদের অবশ্যই যথাযথভাবে রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, আগে মুক্তিযোদ্ধার কোন সুস্পষ্ট সংজ্ঞা ছিল না। বর্তমান সরকার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারিত করেছে। এতে যারা ১৯৭১ সালে মহান জাতীয় সংসদে এমএলএ-এমএলএন ছিলেন, তাদের মধ্যে পাকিস্তানের আনুগত্য স্বীকার করা কয়েকজন গাদ্দার ছাড়া সকলকে মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচনা করা হবে। এছাড়াও মুজিবনগর সরকারের সব কর্মকর্তা-কর্মচারী, দেশে-বিদেশে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি করা সাংবাদিক, স্বাধীন বাংলাদেশ বেতার কেন্দ্র পরিচালনাকারী শিল্পী ও কলাকুশলী, মুক্তিযুদ্ধের ক্যাম্প পরিচালনারী ও বীরাঙ্গনারা মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবেন। সংরক্ষিত নারী আসনে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য নুর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার করা হয়েছে। আগামী জুলাই থেকে মাসিক সম্মানি ভাতা ১০ হাজার টাকায় উন্নীত করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির পাশাপাশি ভাতাভোগীর সংখ্যা ১ লাখ থেকে বাড়িয়ে ২ লাখ করা হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রতিটি জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংখ্যানুপাতে আবাসনের জন্য ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ প্রকল্প নেয়া হয়েছে। যুদ্ধাহত ও মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে (অনধিক ২ সন্তান) বার্ষিক প্রতিসন্তানকে ১৬শ’ টাকা হারে শিক্ষা ভাতা দেয়া হচ্ছে। বিবাহ ভাতা হিসেবে যুদ্ধাহত ও মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে (অনধিক দুই কন্যা) প্রতি কন্যার জন্য এককালীন ১৯ হাজার ২০০ টাকা হারে আর্থিক সুবিধা দেয়া হচ্ছে। ভাতাভোগী যুদ্ধাহত ও মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবারকে ২টি ঈদে মূল ভাতার সমপরিমাণ ঈদ বোনাস দেয়া হয়। এছাড়া রাষ্ট্রীয় সম্মানী ভাতাপ্রাপ্ত সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সরকারী যানবাহনে (বাংলাদেশ রেলওয়ে, বিআরটিসির কোচ, বাস ও জলযান) এবং বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ সকল রুটে বছরে একবার (আসা-যাওয়া) এবং আন্তর্জাতিক রুটে বছরে দুইবার (আসা-যাওয়া) বিনা ভাড়ায় যাতায়াতের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে পরিচয়পত্র দেয়া হয়। যা প্রতি ৫ বছর অন্তর নবায়নযোগ্য। সরকার দলীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের নামে গেজেট প্রকাশের বিষয়টি চলমান রয়েছে। বর্তমানে বীরাঙ্গনাদের পূর্ণাঙ্গ কোন তালিকা মন্ত্রণালয়ে সংরক্ষিত নেই। তবে মুক্তিযুদ্ধ জাদুঘরে বীরাঙ্গনাদের একটি তালিকা সংরক্ষিত আছে। এছাড়া বীরাঙ্গনা হিসেবে তালিকাভুক্তির জন্য প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুক) সুপারিশের আলোকে তাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে তাঁদের নামে গেজেট প্রকাশের বিষয়টি চলমান রয়েছে। মন্ত্রী আরও জানান, মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রাপ্ত তালিকার ভিত্তিতে ইতোমধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ২৯তম সভার অনুমোদনক্রমে গত ২৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখে ৪১ জন বীরাঙ্গনার নাম মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট প্রকাশিত হয়েছে। আরও ৩২ জন বীরাঙ্গনার নামে গেজেট প্রকাশের বিষয়টি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়াও ১২১টি আবেদন উপজেলা বিশেষ যাচাই-বাছাই কমিটির কাছে পাঠানো হয়েছে। ওই কমিটির কাছ থেকে প্রতিবেদন পাওয়া গেলে জামুকার সাব-কমিটি রিভিউ করে কাউন্সিলের সভায় উপস্থাপন করে সিদ্ধান্ত চূড়ান্ত করবে।
×