ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুরোহিত হত্যা

জেএমবি ও জামায়াত কর্মীসহ আটক তিন

প্রকাশিত: ০৫:১৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

জেএমবি ও জামায়াত কর্মীসহ আটক তিন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ জেলার দেবীগঞ্জে সন্তগৌড়ীয় মঠের অধ্যক্ষ ত্রিদ-ী নিলয় ভিক্ষু মহারাজের (যজ্ঞেশ্বর রায়) নৃশংস হত্যাকা-ে জড়িত অভিযোগে ২ জেএমবি সদস্যসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো একই উপজেলার ভাউলাগঞ্জ এলাকার জেএমবি সদস্য খলিলুর রহমান (৫৫) ও কালীগঞ্জ এলাকার বাবুল হোসেন (২৮) এবং দেবীগঞ্জ সদরের কামাতপাড়ার জামায়াত কর্মী জাহাঙ্গীর আলম (৩২)। আটককৃতদের কোন ছবি তুলতে দেয়নি দেবীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় দু’টি মামলা হয়েছে। অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার বাদী হয়েছেন দেবীগঞ্জ থানার এসআই মজিবর রহমান। এই মামলায় ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অপর মামলাটি করেছেন নিহত যজ্ঞেশ্বরের বড় ভাই রবিন্দ্র চন্দ্র রায়। এই মামলাতেও অজ্ঞাত ৩ জনকে আসামি করা হয়েছে। মঠের পুরোহিত যজ্ঞেশ্বর হত্যার প্রতিবাদে সোমবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা সদরের বিজয় চত্বরে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দগণ অংশগ্রহণ করেন। রবিবার সকাল ৭টার দিকে দেবীগঞ্জ করতোয়া সেতু সংলগ্ন শ্রী শ্রী সন্তু গৌড়ীয় মঠে একটি মোটরসাইকেলে ৩ দুষ্কৃতিকারী এসে ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করে মঠের অধ্যক্ষ ও পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে। এ সময় গুলি ও ককটেলের আঘাতে আহত হন আরও দু’জন পুজারী। রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন গোপালের অবস্থা আশঙ্কামুক্ত।
×