ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প নিয়ে নাটক প্রচার

প্রকাশিত: ০৪:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প নিয়ে নাটক প্রচার

ভালবাসার পথ কখনই সহজ হয় না। কোন না কোন বাধা এসে দেয়াল হয়ে দাঁড়ায়। ভালবাসার মানুষটিকে কাছে পেতে তাই পেরোতে হয় নানা বাধা-বিপত্তি, কিংবা যেতে হয় সবার বিরুদ্ধে! তবে ভালবাসার মজাটা কিন্তু এখানেই। কারণ, বাধার দেয়ালগুলো ভাঙ্গতেই ভালবাসা হয়ে ওঠে বেপরোয়া। ভালবাসার টানে দু’জনের ওপর ভর করে ‘কাছে আসার সাহস’, তৈরি হয় কিছু কাছে আসার সাহসী গল্প! ভালবাসা দিবসকে সামনে রেখে এই নিয়ে চতুর্থবারের মতো ক্লোজআপ আয়োজন করেছিল ‘কাছে আসার সাহসী গল্প’ প্রতিযোগিতা। গত ৭ জানুয়ারি থেকে ভালবাসার সাহসী গল্প আহ্বানের মাধ্যমে শুরু হয় এই প্রতিযোগিতা। ক্যাম্পেন শুরুর সঙ্গে সঙ্গেই সাড়া পড়ে যায় দেশজুড়ে। সারাদেশ থেকে ভালবাসার অসংখ্য গল্প জমা পড়ে। গল্প পাঠানো শেষে শুরু হয়ে যায় সেরা তিন গল্প নির্বাচন প্রক্রিয়া। অসংখ্য গল্পের মধ্য থেকে অবশেষে সফলভাবে নির্বাচন করা হয় সেরা তিন গল্প। -বিজ্ঞপ্তি
×