ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিহত বেড়ে ১৭

ঘূর্ণিঝড় উপদ্রুত ফিজি থেকে পর্যটকরা পালাচ্ছে

প্রকাশিত: ০৪:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

ঘূর্ণিঝড় উপদ্রুত ফিজি থেকে পর্যটকরা পালাচ্ছে

ফিজিতে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কারণে সোমবার দেশটি থেকে বিদেশী পর্যটকরা পালিয়ে যাচ্ছে। দেশটিতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই ঘূর্ণিঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এর আগে সর্বশেষ হিসেবে অনুযায়ী ফিজিতে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ এই ঝড়টিতে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। খবর এএফপি’র। কেয়ার অস্ট্রেলিয়া জানিয়েছে, সুভা থেকে কর্মকর্তারা মৃতের সংখ্যা ৬ জন থেকে অনেক বৃদ্ধি পেয়েছে বলে নিশ্চিত করেছেন। দুর্গম এলাকাগুলো থেকে মৃতের খবর আসতে থাকায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেয়ার অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র বলেন, কেয়ার অস্ট্রেলিয়া নিশ্চিতভাবে জানাতে পারে যে, প্রাকৃতিক এই দুর্যোগে ১৭ জন প্রাণ হারিয়েছে। ফিজির রাজধানীতে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ের পর তিনি একথা বলেন। সবশেষে টেলিভিশন ! বিশ্বের সর্বশেষ দেশ হিসেবে ভুটান টেলিভিশনকে তাদের দেশে প্রবেশ করতে দিয়েছে তাও আবার মানুষের দাবির মুখে। দেশবাসীর দাবির মুখে ১৯৯৯ সালে ভুটানের রাজা সিদ্ধান্ত নেন সেদেশে টেলিভিশন ও ইন্টারনেট চালু করা হবে। আগে রাজা মনে করতেন দেশে টেলিভিশন প্রবেশ করতে দিলে তাদের দেশের সংস্কৃতি নষ্ট হয়ে যাবে! -জি নিউজ ড্রোন আটকাবে জিকা ! জিকা ভাইরাসের বিরুদ্ধে বিভিন্ন দেশ বিভিন্ন অস্ত্র নিয়ে নেমেছে। কোন কিছুতেই কাজ হচ্ছে না দেখে ব্রাজিল এবার প্রযুক্তির সাহায্য নিচ্ছে। জিকার বিরুদ্ধে লড়াই করতে তাই সাও পাওলোর আকাশে উড়ছে ড্রোন। মশার সংক্রমণ ঠেকানোর কাজ করবে ড্রোন। অসংখ্য ড্রোন ওপর থেকে নজর রাখবে শহরের সেসব জায়গায় যেখানে মশা জন্মাতে পারে যেমন বাড়ি সংলগ্ন বাগানে বা ছাদে। মশার চিহ্ন ড্রোনের চোখে ধরা পড়লেই দ্রুত তা নিধনের ব্যবস্থা করা হবে। -জি নিউজ
×