ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাহিত্য উৎসবে আসা নওয়াজের অতিথি শর্মিলাকে হেনস্থা

প্রকাশিত: ০৪:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

সাহিত্য উৎসবে আসা নওয়াজের অতিথি শর্মিলাকে হেনস্থা

পাকিস্তানে গেছেন সাহিত্য উৎসবে যোগ দিতে। উৎসবের সূচনাও হয়েছিল তারই হাত ধরে। অথচ রবিবার দেশে ফিরে যাওয়ার সময় নিয়মমাফিক ওয়াঘা সীমান্তে অভিবাসন দফতরে যেতেই লাহোর লিটারারি ফেস্টিভ্যালের প্রধান অতিথি শর্মিলা ঠাকুরকে শুনতে হলো- তিনি যে লাহোরে ছিলেন, তার পুলিশ রিপোর্ট কোথায়? আর ওই রিপোর্ট যখন নেই, দেশেও ফিরতে পারবেন না তিনি! সাহিত্য উৎসবে আমন্ত্রিত হয়েও ভিসা না পাওয়া নিয়ে বিতর্ক ও তিক্ততার জেরে শেষ পর্যন্ত আসাই হয়নি অনুপম খেরের। এবার শর্মিলার হয়রানি ফেরার পথে! যদিও ওয়াঘা সীমান্তে পৌঁছার আগে পর্যন্ত ছবিটা ছিল একেবারেই অন্য রকম। সাহিত্য উৎসবে যোগ দিতেই শর্মিলার এই চার দিনের পাক সফর। এরই মধ্যে একটি সন্ধ্যে কেটেছে নওয়াজ শরিফের রায়উইন্দের প্রাসাদোপম বাড়িতে।
×