ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হোমস ও দামেস্কে দফায় দফায় বোমা হামলা, নিহত ১৫৫

প্রকাশিত: ০৪:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

হোমস ও দামেস্কে দফায় দফায় বোমা হামলা, নিহত ১৫৫

দ্য সিরিয়ান আবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে। দামেস্কের দক্ষিণাঞ্চলীয় সাইদা জয়নাব শহরতলীতে অন্ততপক্ষে চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্ততপক্ষে ৯৬ জন নিহত হন। এর আগে হোমসে দুটি গাড়িবোমা হামলায় ৫৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। নিহতদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। খবর বিবিসি ও এএফপির। হোমসের কেন্দ্রস্থলের জাহরা এলাকায় রবিবারের এ হামলায় আরও অন্তত ১০০ জন আহত হয়েছেন। তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এসব হামলার দায় স্বীকার করেছে। টিভি ফুটেজে দেখা যায়, বোমা হামলার স্থলে ধ্বংসস্তূপের মধ্যে ছিন্নবিচ্ছিন্ন মৃতদেহ পড়ে আছে, পুড়ে যাওয়া গাড়ি ও কালো ধোঁয়ার কুণ্ডলিও দেখা গেছে। দামেস্কের সাইদা জয়নাবে অন্ততপক্ষে চারটি বোমার বিস্ফোরণ ঘটেছে। সিরিয়ার শিয়া মুসলিমদের কাছে পবিত্র মহানবীর নাতনির মাজারের কাছে বিস্ফোরণগুলো ঘটানো হয়। ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত আমাক সংবাদ সংস্থা জানিয়েছে, একটি গাড়িবোমা বিস্ফোরণের পর গায়ে থাকা বিস্ফোরক বোঝাই বেল্টেরও বিস্ফোরণ ঘটায় আইএস জঙ্গীরা। যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান আবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রুশ বিমান হামলায়র সহায়তায় আলেপ্পোর পূর্বাঞ্চলের দিকে এগিয়ে যাওয়া সিরীয় সরকারী বাহিনীর সঙ্গে লড়াইয়ে গেল ২৪ ঘণ্টায় আইএসের অন্ততপক্ষে ৫০ জন জঙ্গী নিহত হয়েছেন। সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টফোন ডি মিস্ত্ররা এই হামলাসমূহের নিন্দা করেছেন, তার মুখপাত্র এক বিবৃতিতে একথা জানান।
×