ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১০, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

টুকরো খবর

বাকৃবির সপ্তম সমাবর্তন আজ বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সপ্তম সমাবর্তন আজ। সকাল ১০টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সমাবর্তনের মূল অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, প্রকৌশলী অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। এছাড়াও উপস্থিত থাকবেন- ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়্যারম্যান অধ্যাপক আব্দুল মান্নান প্রমুখ। বইমেলায় অন্বেষণ বিক্রমপুর শ্রেষ্ঠ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে পাঁচ দিনব্যাপী অমর অকুশে বই মেলায় ‘অন্বেষণ বিক্রমপুর’ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সমাপনীতে রবিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি। জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এসপি বিপ্লব বিজয় তালুকদার, অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জি, এডিএম একেএম শওকত আলী মজুমদার, মোঃ জামাল হোসেন, এম এ কাদের মোল্লা, মীর নাসিরউদ্দিন উজ্জল ও তানভীর হাসান প্রমুখ। দ্বিতীয় স্থান দখল করে লাইব্রেরি ফর দ্য চিল্ড্রেন এবং তৃতীয় হয়েছে যুব রেড ক্রিসেন্ট। আ’লীগ কার্যালয় উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২২ ফেব্রুয়ারি ॥ আওয়ামী লীগ কচুয়া উপজেলা শাখার প্রধান কার্যালয় পৌরসভার পলাশপুরে অবস্থিত মিসবাহ উদ্দিন খান সদনে উদ্বোধন করা হয়েছে। রবিবার রাতে দলীয় কার্যালয় উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ইতিহাসবিদ ও কলামিস্ট অধ্যাপক ড. মুনতাসীর মামুন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খাঁন আলমগীর এমপি । এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য শামছুল হক ভুঁইয়া এমপি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলী পাটোয়ারীর, উপজেলা চেয়ারম্যান শাহাজাহান শিশির, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, জি এম আতিকুর রহমান ও সোহরাব হোসেন চৌধুরী সোহাগ প্রমুখ। বিক্ষোভ মিছিল নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২২ ফেব্রুয়ারি ॥ চুয়াডাঙ্গা সরকারী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন বিপ্লবের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। সোমবার কলেজ ছাত্রলীগের উদ্যোগে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে স্থানীয় শহীদ হাসান চত্বরে ছাত্রলীগ নেতা জানিফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন- কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কালু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম পারভেজ সজল, যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজুর রহমান মাফি প্রমুখ। গঙ্গা স্নানে লাখ জনতা সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২২ ফেব্রুয়ারি ॥ বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া কালিবাড়ি গঙ্গাস্থানে লাখ জনতার পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বার্ষিক এ গঙ্গাস্হানে দূর-দূরান্ত থেকে পুর্ণার্থীদের উপচে পড়া ভিড়ে মেলাটি জমে উঠেছে। দুই দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। মেলায় আসা শরণার্থী কোমল কান্তি রায় বলেন, মেলায় গঙ্গাস্থান করতে এসেছি এবং গঙ্গাস্থান করে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করলে আপদ-বিপদ দূর হয়ে যায়। স্কুল ভবন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২২ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলার কচুবাড়ী উপরপরী হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এ ভবনটির উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
×