ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে সংঘর্ষে আহত ৭ ॥ ছয় ঘর ভাংচুর

প্রকাশিত: ০৪:০৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

মাদারীপুরে সংঘর্ষে আহত ৭ ॥ ছয় ঘর ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২২ ফেব্রুয়ারি ॥ সোমবার কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম খতিয়াল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সংঘর্ষের সময় ছয় বসতঘর ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, কালকিনির পশ্চিম খতিয়াল গ্রামে স্থানীয়দের আয়োজনে খেলাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জের ধরে সংঘর্ষ বাধে। এ সময় বেলাল জমাদার ও আলমগীর মাতুব্বর দুই গ্রুপে ভাগ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় গ্রুপের আলমগীর মাতুব্বর, সোবাহান মাতুব্বর, ইসলাম খাঁ, আসাদ, সিরাজ জমাদার, আইয়ুব আলী চৌধুরী ও ওমর আলী মাতুব্বর (২৫) আহত হয়। এদের মধ্যে আলমগীর মাতুব্বরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, তিনজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাকিদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়র পদে ৬, কাউন্সিলর পদে ৬৭ জনের মনোনয়নপত্র দাখিল কালীগঞ্জে পৌরসভা নির্বাচন নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২২ ফেব্রুয়ারি ॥ আগামী ২০ মার্চ কালীগঞ্জ পৌরসভা নির্বাচন। সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মেয়র পদে ৬, কাউন্সিলর পদে ৬৭ প্রার্থী তাদের মনেনায়নপত্র জমা দিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, মনোনয়নপত্র জমাদানের শেষদিন পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত মকছেদ আলী, বিএনপি মনোনীত আতিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান মন্টু, মোস্তাফিজুর রহমান বিজু ও আশরাফুল ইসলাম লালসহ ৬ মেয়রপ্রার্থী, ৫৪ সাধারণ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা আসনে ১৩ প্রার্থী তাদের মনেনায়নপত্র জমা দিয়েছেন। সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান বরখাস্ত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নাশকতা মামলার চার্জশীটভুক্ত আসামি হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
×