ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরা ও দিনাজপুর

মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:০৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২২ ফেব্রুয়ারি ॥ সোমবার দুপুরে মাগুরায় আদালতে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ হাজার কোটি টাকার ক্ষতিপূরণের মানহানির মামলা হয়েছে। আদালত ৮ মার্চ তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। মাগুরা জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজ ১৮ ফেব্রুয়ারি মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলাটি দাখিল করেন। বাদীর জবানবন্দী নিয়ে আদেশের জন্য মামলাটি রাখা ছিল। আদালত সোমবার সেই আদেশ দেয়। নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ফরিদপুরে ৫০ কোটি পাঁচ লাখ টাকা মানহানির মামলা হয়েছে। সোমবার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাডভোকেট জাহিদ বেপারী মামলাটি করেন। বিচারক হামিদুল ইসলাম তার বিরুদ্ধে সমন জারি করে তাকে ১৫ মার্চ সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন। মুক্তিযোদ্ধাকে রাজাকার বলায় মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২২ ফেব্রুয়ারি ॥ সোনারগাঁ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও তার পরিবারকে রাজাকার আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ। সোমবার দুপুরে সোনারগাঁ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সোনারগাঁ মুক্তিযোদ্ধা সংসদে ডেপুটি কমান্ডার ওসমান গনি। লিখিত বক্তব্যে বলেন, সোহেল রানা দশম শ্রেণীতে পড়ুয়া অবস্থায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ভারতে প্রশিক্ষণ নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। বর্তমানে তিনি সোনারগাঁ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্ব পালন করছেন। সংবাদ সম্মেলন শেষে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে স্মারকলিপি প্রদান করেন। পুনর্বাসন দাবিতে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন পায়রা বন্দর নির্মাণ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২২ ফেব্রুয়ারি ॥ দেশের তৃতীয় পায়রা সমুদ্রবন্দর নির্মাণ ও ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জেলে এবং কৃষকরা পুনর্বাসন ও বন্দরে শ্রমিক হিসেবে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে। উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতীবাজারে সোমবার সকাল দশটায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত জেলে এবং কৃষকরা ছাড়াও বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারা।
×