ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি আসবেন তাই...

প্রকাশিত: ০৪:০৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

রাষ্ট্রপতি আসবেন তাই...

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ অবিশ্বাস্য হলেও সত্য। রবিবার থেকে কোন ধরনের যানজট নেই প্রাচীন জেলা শহর ময়মনসিংহে! ফাঁকা শহরে রিক্সা ও অটোরিক্সাসহ অন্যসব যানবাহনই চলছে। তবু নেই যানজটের কোন যন্ত্রণা। শহরবাসী, পথচারীসহ কর্মজীবী মানুষ বেশ স্বাচ্ছন্দ্যেই চলাফেরা করতে পারছেন শহরজুড়ে। বিরক্তি নেই হেঁটে চলাতেও। রাস্তা পারাপারেও নেই কোন ঝক্কি ঝামেলা। এসবের কারণ একটাই। তা হচ্ছে -শহর থেকে আপাতত নির্বাসনে গেছে অনুমোদনবিহীন অটোরিক্সা। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মঙ্গলবার ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তনে যোগ দেবেন বলেই গত রবিবার থেকে শহরে সবধরনের অটোরিক্সা চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে। প্রশাসন ইচ্ছে করলেই পারে এমন উদাহরণের আবারও সত্যতা মিলেছে বলে দাবি স্থানীয়দের। এ নিয়ে অনেকেই মন্তব্য করেছেন, সত্যিই এমন যদি হতো। ভুক্তভোগীদের দাবি, মূল শহর থেকে অনুমোদনবিহীন সব অটোরিক্সা তুলে দিয়ে নগরবাসীকে স্বস্তি ফিরিয়ে দেয়ার। জানা গেছে, মঙ্গলবার রাষ্ট্রপতি ময়মনসিংহ ছাড়ার পর আবারও শহরে ফিরে আসবে পুরনো জঞ্জালের অটোরিক্সা।
×