ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গণবিশ্ববিদ্যালয়ে জনজীবন, ভাষা ও সংস্কৃতিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

প্রকাশিত: ০৪:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

গণবিশ্ববিদ্যালয়ে জনজীবন, ভাষা ও সংস্কৃতিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২২ ফেব্রুয়ারি ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেছেন, ভারতের যে রাজ্যগুলো আমাদের ঘিরে রয়েছে তাদের সঙ্গে আমাদের ভাষা, মূল্যবোধ, ইতিহাস ও সংস্কৃতির অনেকটাই মিল রয়েছে। কিন্তু এ মিল কতটুকু- তা আমাদের অনেকেরই অজানা। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাভার গণবিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিবেশী রাষ্ট্র ভারতের রাজ্যসমূহের জনজীবন, ভাষা ও সংস্কৃতি বিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সোমবার বেলা এগারোটায় গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ অডিটরিয়ামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও গণবিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, এ সম্মেলনের মাধ্যমে দুই দেশের প্রতিবেশী রাজ্যসমূহের মধ্যে জানার পরিধি যেমন বাড়বে, তেমনি আরও সুদৃঢ় হবে আমাদের বন্ধুত্ব। তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ভারতের সর্বাত্মক সহযোগিতার জন্য আনুষ্ঠানিক কৃতজ্ঞতাও জানান। গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এটিএম আতিকুর রহমান ও গণবিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রধান অধ্যাপক মনসুর মুসা। অনুষ্ঠানে বিদেশী অতিথিদের পরিচয় করে দেন সম্মেলনের সমন্বয়ক ও গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রাহমান চৌধুরী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণবিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী। ‘প্রতিবেশীকে জানুন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ ও প্রতিবেশী দেশ ভারতের বিহার, ওড়িষ্যা, ঝাড়খ-, নাগাল্যান্ড, মনিপুর, অসম, মিজোরাম, অরুণাচল, পশ্চিমবাংলা ও ত্রিপুরা রাজ্য থেকে পঞ্চাশের বেশি গবেষক, শিক্ষক, কবি ও সাহিত্যিক অংশ নিচ্ছেন। তারা তাদের রাজ্যসমূহের জনজীবন, ভাষা ও সংস্কৃতি এবং নিজস্ব গবেষণার সারসংক্ষেপ তুলে ধরবেন। কৃষি প্রযুক্তি মেলা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সোমবার থেকে চার দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের (ডিএই অঙ্গ) অর্থায়নে এবং সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। বর্ণাঢ্য র‌্যালি শেষে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। হৃদয়ে একুশের মোড়ক উন্মোচন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী উপজেলার মাহিলাড়ায় একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে হৃদয়ে একুশ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি রবিবার সন্ধ্যায় গ্রন্থমেলার উদ্বোধন শেষে খোকন আহম্মেদ হীরা প্রকাশিত স্মরণিকা হৃদয়ে একুশ’র মোড়ক উন্মোচন করেন। অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
×