ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পটিয়ায় শিকলবাহা বিদ্যুত কেন্দ্রে হামলা, আহত ৬

প্রকাশিত: ০৪:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

পটিয়ায় শিকলবাহা বিদ্যুত কেন্দ্রে হামলা, আহত ৬

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২২ ফেব্রুয়ারি ॥ দুই প্রহরীর বিরোধকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা বিদ্যুত কেন্দ্রে একপক্ষ সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে। এতে আহত হয়েছেন- শিকলবাহা ২২৫ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্রের স্টোরকিপার আবদুল মালেক (৩৫), ক্যাশিয়ার আবদুর রহমান রনি (৩০), সেফটি ফুয়াত হাসান রুম্মান (৩২), ওয়েল্ডার মোহাম্মদ আজাদ (৩০), মোঃ ইমরান (২৫) ও রুবেল (২৭)। সোমবার সকাল ১০টায় বিদ্যুত কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিয়ন মার্কেন্টাইল লিমিটেডের কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে মালেক, রনি ও রুম্মানকে চট্টগ্রাম সিআরসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মালেকের অবস্থা আশঙ্কাজনক। বহিরাগত লোকজন সন্ত্রাসী কায়দায় হামলা করায় ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন একটি প্রকল্পের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিকলবাহা বিদ্যুত কেন্দ্রে ২২৫ মেগাওয়াটের একটি প্রকল্পের নির্মাণকাজ চলছে। ইউনিয়ন মার্কেন্টাইল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এটির কাজ করছে। দুই প্রহরীর দায়িত্ব বণ্টন নিয়ে রবিবার রাতে সিকিউরিটি সুপারভাইজার মোঃ আসাদ ও সিকিউরিটি গার্ড মোঃ নুরুজ্জামানের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে নুরুজ্জামান বাঁশ দিয়ে আসাদকে আঘাত করে। দায়িত্বে অবহেলা ও মারামারি করায় কর্তৃপক্ষ নুরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করে। এতে ক্ষুব্ধ হয়ে নুরুজ্জামান বহিরাগত ১৫-২০ জন লোক নিয়ে সোমবার সকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসে হামলা চালায়। এই ঘটনায় আসলাম (৪০) নামের এক সিকিউরিটিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। রাবিতে বিডিএফ ইয়ুথ ফেস্ট ১৫ মার্চ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আগামী ১৫ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইয়ুথ ফেস্ট। বাংলাদেশ ব্যান্ড ফোরাম (বিবিএফ) এই ফেস্টিভ্যালের আয়োজন করবে। সংগঠনের পক্ষ থেকে সোমবার সকালে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ব্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম। তিনি জানান, দেশের ভবিষ্যত তরুণসমাজ। তাদের আগামী দিনের তথ্যপ্রযুক্তিনির্ভর দুনিয়ায় যোগ্য প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যা। ঢাকা চেম্বারের সহায়তায় এ কাজটিই করবে বাংলাদেশ ব্যান্ড ফোরাম। ফেস্টিভ্যালের মধ্য দিয়ে আগ্রহী তরুণদের বাছাই করে নিয়ে তাদের প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। এ কারণে এবারের ফেস্টিভ্যালের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘রূপান্তরের জন্য জ্ঞান’। সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু। তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য রাজশাহী খুবই উর্বর ভূমি। যদি সরকার একটি সুন্দর পলিসি গ্রহণ করে শিল্পের সুযোগ এখানে সৃষ্টি করে তাহলে এখানকার ছেলেমেয়েরা রাজধানীকেন্দ্রিক না হয়ে এখান থেকেই তাদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে নিজেদের পাশাপাশি দেশকে সমৃদ্ধ করতে পারবে।
×