ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচন

সীতাকুণ্ডে প্রার্থী বাছাই নিয়ে আ’লীগে সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৪:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

সীতাকুণ্ডে প্রার্থী বাছাই নিয়ে আ’লীগে সংঘর্ষ ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড (চট্টগ্রাম), ২২ ফেব্রুয়ারি ॥ সীতাকুণ্ডে ইউপি নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী তৃনমূল থেকে সম্পন্ন করা হয়েছে। তৃণমূল প্রার্থী বাছাইকে কেন্দ্র করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সংঘর্ষপরবর্তী মহাসড়ক অবরোধ করে। সোমবার সকাল থেকে উপজেলার ৯টি ইউনিয়নে এ প্রার্থী বাছাইয়ের কাজ চলে। সূত্রে জানা যায়, আগামী ৩১ মার্চ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে দলীয় সিদ্বান্তে প্রার্থী বাছাইয়ের শেষদিন সোমবার। এরই ধারাবাহিকতায় সকাল ১০টা থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে পৃথকভাবে তৃণমূল নির্বাচন সম্পন্ন করা হয়। প্রার্থী বাছাইকে কেন্দ্র করে সকালে বারৈয়াঢালা ইউপি প্রার্থী রেহান উদ্দিনের সমর্থকদের সঙ্গে সাইদুল ইসলামের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে রেহানের সমর্থক হারুনূর রশিদ, সাইফুল ইসলাম, সাইদী আমজাদ, শাকিল ও সেলিম গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষপরবর্তী সাইদুল ইসলামের সমর্থকরা দৈনিক সকালের খবর প্রতিনিধি নাছির উদ্দিনকে আহত করে মোটরসাইকেল ভাংচুর করে। অন্যদিকে বাঁশবাড়িয়া ইউনিয়নে শওকত আলী জাহাঙ্গীর নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে রাজু সমর্থকরা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়লে ওয়ার্ড যুবলীগ সভাপতি কামাল উদ্দিন ছাত্রলীগ নেতা শিমুল, নাজিম উদ্দিন, আকবর ও মোঃ জাবেদ আহত হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা উত্তর জেলা নেতৃবৃন্দের গাড়ি ভাংচুর করে। বিতর্কিত নেতাকে মনোনয়ন দেয়ায় আ’লীগের বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২২ ফেব্রুয়ারি ॥ কমলনগর উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ও গত সংসদ নির্বাচনের সময় ৫ জানুয়ারি ’১৩ হরতাল অবরোধে নাশকতাকারী হারুনুর রশিদকে অর্থের বিনিময়ে চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র দেয়ার প্রতিবাদে সোমবার সকাল পর্যন্ত দু’দিন ধরে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। অনতিবিলম্বে উক্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। সকালে চরফলকন এলাকায় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এ হুঁশিয়ারি দেয়া হয়। আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, কমলনগর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া হরতাল অবরোধ চলাকালীন সময় গাছ ও রাস্তা কাটাসহ বিভিন্ন নাশকতার সাথে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। আওয়ামী লীগের প্রার্থী মোশারেফ হোসেন বাঘাকে মনোনয়ন না দিয়ে জেলা আওয়ামী লীগ নেতারা অর্থের বিনিময়ে সম্প্রতি আওয়ামী লীগে যোগদানকারী বিএনপি নেতা ও কয়েকটি নাশকতা মামলার আসামি হারুনুর রশিদকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে। এটি কোনভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মেনে নিবে না। মনোনয়নপত্র প্রত্যাহার করে আওয়ামী লীগ নেতা মোশারেফ হোসেন বাঘাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার দাবি জানান। ইতিমধ্যে আওয়ামী লীগ নেতা মোশারেফ হোসেন বাঘা স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে হারুনুর রশিদ সেল ফোনে জানান, এক সময়ে বিএনপির রাজনীতির সাথে তিনি জড়িত ছিলেন। বর্তমানে আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। চেয়ারম্যান পদে তাকে যোগ্য মনে করে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে। বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হবেন বলে দাবি করেন। এ ঘটনার প্রতিবাদে হারুনুর রশিদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে সোমবার সকালে বিক্ষোভ মিছিল চরফলকন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
×