ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্রামীণের দুই মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ মূল্য প্রকাশ

প্রকাশিত: ০৩:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

গ্রামীণের দুই মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ মূল্য প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত গ্রামীণ-১ ও গ্রামীণ-২ মিউচ্যুয়াল ফান্ড কর্তৃপক্ষ গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাজার দরের ওপর ভিত্তি করে ১০ টাকা অভিহিত মূল্যের গ্রামীণ-১ মিউচ্যুয়াল ফান্ডের প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ৩৬ পয়সা এবং প্রতি ইউনিট উৎপাদন ব্যয়ের ওপর ভিত্তি করে প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১টাকা ১০ পয়সা। এ সময়ের মধ্যে গ্রামীণ-১ মিউচ্যুয়াল ফান্ডের মোট আকার দাঁড়িয়েছে ১০৫ কোটি ৫১ লাখ ৫৪ হাজার ৬৫৬ টাকায়। বর্তমান এ মিউচ্যুয়াল ফান্ডের আকার দাঁড়িয়েছে ২৮৯ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার ৯৫৯ টাকায়। -অর্থনৈতিক রিপোর্টার ফিনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৯ ফেব্রুয়ারি স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-১৯ (১) অনুযায়ী লভ্যাংশ নির্ধারণী বোর্ড সভা আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আগামী ২৯ ফেব্রুয়ারি এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠেয় সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। আগের বছর কোম্পানি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০০৭ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানির শেয়ার দর সোমবারের লেনদেন শেষে ২০.২০ টাকায় অবস্থান করছে। -অর্থনৈতিক রিপোর্টার
×