ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উভয় শেয়ারবাজারে সূচকের পতন

প্রকাশিত: ০৩:৫৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

উভয় শেয়ারবাজারে সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সামান্য বাড়লেও কমেছে অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারী ছুটি থাকায় গত রবিবার উভয় পুঁজিবাজারের লেনদেন বন্ধ ছিল। সোমবার ডিএসইতে মোট লেনদেন বেড়েছে প্রায় ২৮ কোটি টাকা। তবে সিএসইতে লেনদেন কমেছে ৩১ লাখ টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের সামান্য পতন হয়েছে। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ৬৮ লাখ টাকা। এর আগে গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৭৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেনে কমেছে প্রায় ২৮ কোটি টাকা। এছাড়া সোমবার ডিএসইর প্রধান সূচক কমলেও সিএসইর প্রধান সূচক সামান্য বেড়ে লেনদেন কার্যক্রম শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭৭ পয়েন্টে। ডিএসইতে সোমবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৮১টির এবং দাম পরিবর্তন হয়নি ৪২টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোমোবাইল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশেন কোম্পানি, বেক্স ফার্মা, আমান ফিড, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস এবং আইডিএলসি ফিন্যান্স কোম্পানির শেয়ার। আর সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৩ দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৬০৬ পয়েন্টে। ডিএসইতে প্রধান সূচক কমলেও বেড়েছে অন্য সূচকগুলো। এদিন ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৮ পয়েন্টে এবং ৭ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৩ পয়েন্টে। এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৭ কোটি ৭৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনদেন কমেছে প্রায় ২৮ লাখ টাকা। এছাড়া সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১৪০টির এবং দাম পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো - লাফার্জ সুমরা সিমেন্ট, ইফাদ অটোমোবাইল, জিপিএইচ ইস্পাত, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম লিমিটেড, সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি, আমান ফিড, বেক্সিমকো লিমিটেড এবং এএফসি এ্যাগ্রো।
×