ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কার্ড জালিয়াতি : চারজন রিমান্ডে

প্রকাশিত: ২৩:২৭, ২২ ফেব্রুয়ারি ২০১৬

কার্ড জালিয়াতি : চারজন রিমান্ডে

অনলাইন রিপোর্টার ॥ ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনায় তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় চারজনকে ছয় দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতে আসামিদের হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক সোহরাব মিয়া। শুনানি শেষে বিচারক মাজহারুল ইসলাম প্রত্যেকের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন। যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন— পিওটর সাজেপেন মাজুরেক, সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিন কর্মকর্তা মকসেদ আল ওরফে মাকসুদ, রেজাউল করিম ওরফে করিম ওরফে শাহিন ও রেফাজ আহমেদ ওরফে রনি। গত ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে কৌশলে টাকা তুলে নেয় দুর্বৃত্তরা। পরে জানা যায়, আরও অন্তত ২১ জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে একইভাবে আনুমানিক ১০ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় বনানী থানায় একটি মামলা করা হলে ডিবি পুলিশ তদন্ত শুরু করে। এর পরিপ্রেক্ষিতে রবিবার রাতে রাজধানীর গুলশানের একটি বাড়িতে অভিযান চালিয়ে জালিয়াতির সঙ্গে জড়িত এক বিদেশিসহ চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
×