ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শারজিল খানের সেঞ্চুরিতে ফাইনালে ইসলামাবাদ

প্রকাশিত: ১৯:৫২, ২২ ফেব্রুয়ারি ২০১৬

শারজিল খানের সেঞ্চুরিতে ফাইনালে ইসলামাবাদ

অনলাইন ডেস্ক ॥ পাকিস্তান সুপার লীগের (পিএসএল) তৃতীয় কোয়ালিফায়িং ফাইনাল ম্যাচে শহীদ আফ্রিদির দল পেশোয়ার জালমিকে ৫০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে মিসবাহ-উল-হকের দল ইসলামাবাদ ইউনাইটেড। আগামীকাল মঙ্গলবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত দশটায় ফাইনাল ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটরসের মুখোমুখি হবে তারা। গতকালের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শারজিল খানের সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে ইসলামাবাদ। ওপেনার শারজিল খান ৬২ বল খেলে ১১৭ রান করেন। এছাড়া খালিদ লতিফ ২৮* ও ডাওয়েন স্মিথ ১৯ রান করেন। পেশোয়ারের পক্ষে শন টেইট দুইটি উইকেট নেন। পরে ১৭৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮ ওভারে সব উইকেট হারিয়ে ১২৬ রান করে পেশোয়ার জালমি। দলের পক্ষে কামরান আকমল ৪৫ ও শহীদ আফ্রিদি ৩৮ রান করেন। আর ইসলামাবাদের পক্ষে ইমরান খালিদ ৪টি, আন্দ্রে রাসেল ৩টি, মোহাম্মদ সামি ১টি, মোহাম্মদ ইরফান ১টি ও স্যামুয়েল বাদরি ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ইসলামাবাদের শারজিল খান। এবার পেশোয়ার জালমির হয়ে খেলেছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। লীগ পর্বে ছয়টি ম্যাচ খেলে তিন হাফ সেঞ্চুরিতে ২৬৭ রান করেন তিনি। পরে অবশ্য ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট শেষ না করেই চলে এসেছেন তামিম।
×