ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রেগে গিয়ে ম্যাচ ছেড়ে গেলেন রেফারি

প্রকাশিত: ১৯:০৭, ২২ ফেব্রুয়ারি ২০১৬

রেগে গিয়ে ম্যাচ ছেড়ে গেলেন রেফারি

অনলাইন ডেস্ক ॥ ফুটবল মাঠে মজার ও অদ্ভুতসব ঘটনা অনেক সময়ই ঘটে থাকে। তবে রোববার রাতের ঘটনা একটু বেশিই নাটকীয়। বায়ার লিভারকুজেন ও বুরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার খেলায় যা ঘটলো তা বুন্দেসলিগার ইতিহাসে প্রথমবারের মত ঘটনা। ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগেই ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন রেফারি ফেলিক্স জোয়ের। ঘটনার শুরু একটি গোল নিয়ে। ম্যাচের ৬৪ মিনিটে গোল করে বুরুশিয়া ডর্টমুন্ড এগিয়ে যায়। এরপর সেই গোল নিয়ে শুরু হয় গণ্ডগোল। গোল হবার পরই, লিভারকুজেনের কোচ রজার শ্মিট বলেন, ‘যে ফ্রি কিকে গোল হয়েছে সেটি সঠিক স্থান থেকে নেয়া হয়নি। তাই এটি গ্রহণযোগ্য হতে পারে না।’ তার কথা গায়ে মাখেননি রেফারি। এক পর্যায়ে রেখে গিয়ে কথা বলতে বলতে মি. শ্মিট খেলার মাঠে টেকনিক্যাল এরিয়াতে চলে আসেন। কিন্তু ডাগ আউট থেকে মি. শ্মিটকে চলে যেতে বলার জন্য লিভারকুজেনের ভারপ্রাপ্ত অধিনায়ককে নির্দেশ দেন রেফারি। কথা শোনেননি মি. শ্মিট। এরপর রেগে গিয়ে ম্যাচ পরিত্যক্ত করে মাঠ ছেড়ে বেরিয়ে যান রেফারি ফেলিক্স। মিঃ শ্মিট অবশ্য জানিয়েছেন, তিনি মাঠের অনেক দূরে ছিলেন তাই রেফারির কথা শুনতে বাধ্য না। তিনি বলেন, ‘আমি সংকেত দিয়েছিলাম ৪৫ মিটার দূর থেকে। তবে এই গোলের ব্যাপারে আমি জবাবদিহি চাই। অবশ্যই এটা ভুল জায়গায় ছিল। আমি দূরে ছিলাম মাঠ থেকে, তাই রেফারি আমাকে বের হয়ে বাধ্য করতে পারেন না।’ খুব বড় ধরণের দাঙ্গা বা ঘটনা ছাড়া এভাবে ম্যাচ সময়ের আগেই ম্যাচ শেষ হওয়ার ঘটনা বিরল।
×