ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০১৬

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

১. মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টরের অধীনে ছিল- র. কুষ্টিয়া রর. যশোর ররর. বাগেরহাট- নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২. শহীদুল্লাহ হলের পূর্ব নাম কি? ক) আল্লামা ইকবাল হল খ) জমির উদ্দীন হল গ) ঢাকা হল ঘ) শহীদ বরকত হল ৩. আওয়ামী লীগ ১০ ডিসেম্বর দিবস পালন করে? ক) জুলুম প্রতিরোধ দিবস খ) নির্যাতন প্রতিরোধ দিবস গ) মানবাধিকার দিবস ঘ) শোক দিবস ৪. ‘বিবিসি’ এর সদর দপ্তর কোথায়? ক) লন্ডন খ) আমেরিকা গ) কোরিয়া ঘ) ব্যাংকক ৫. ‘ছয়দফা’ উত্থাপিত হয় কত সালে? ক) ১৯৬৪ খ) ১৯৬৫ গ) ১৯৬২ ঘ) ১৯৬৬ ৬. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? ক) প্রায় ৫ কোটি খ) প্রায় ৭ কোটি গ) প্রায় ৮ কোটি ঘ) প্রায় ৯ কোটি ৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন বিশ্ব নেতার অবদান তুলনাহীন? ক) চৌ-এন লাই খ) ইন্দিরা গান্ধী গ) কিসিঞ্জার ঘ) এডওয়ার্ভ হিথ ৮. কোন গান স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সূচনা গান হিসেবে প্রচারিত হতো? ক) জয় বাংলা, বাংলার জয় খ) কারার ওই লোহ কপাট গ) আমার সোনার বাংলা ঘ) মোরা একটি ফুলকে বাঁচাবো বলে ৯. ওয়ারেন হেস্টিংস কত সালে দ্বৈত মাসনব্যবস্থার অবসান ঘটান? ক) ১৭৭০ খ) ১৭৭২ গ) ১৭৭৪ ঘ) ১৭৭৬ ১০. ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর সমস্যা কখন থেকে উদ্ভব হয় ক) তেতাল্লিশের দুর্ভিক্ষ থেকে খ) সাম্প্রদায়িক দাঙ্গা থেকে গ) দেশ বিভাগ থেকে ঘ) ভাষা আন্দোলনের সময় থেকে ১১. আশরাফ ১৯৭১ সালে ছাত্রলীগের কর্মী ছিল। সে কোন বাহিনীর সদস্য হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল? ক) মুজিব বাহিনীর খ) জিয়া বাহিনীর গ) নৌ কমান্ডারদের ঘ) ভারতীয় নৌবাহিনীর ১২. প্রেসিডেন্ট আইয়ুবের স্বৈরাচারী শাসনের দশ বছর পূর্তি হয় কত সালে? ক) ১৯৬০ খ) ১৯৬২ গ) ১৯৬৫ ঘ) ১৯৬৮ ১৩. মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? ক) ১০ এপ্রিল খ) ১২ এপ্রিল গ) ১৫ এপ্রিল ঘ) ১৭ এপ্রিল ১৪. ব্রিটিশ সরকার কত সালে সরাসরিভাবে ভারত শাসনের দায়িত্ব গ্রহণ করেন? ক) ১৮৫৮ খ) ১৮৬১ গ) ১৮৬৭ ঘ) ১৮৭৭ ১৫. ভারতবর্ষে পর্তুগাল থেকে এসেছিলেন- র. ভাস্কো-ডা-গামা রর. আলভারেজ কাবাল ররর. আলবুকার্ক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৬. সুবেদার শায়েস্তা খানের কৃতিত্ব পর্তুগিজদের যে স্থান থেকে বিতাড়নের ক্ষেত্রে দেখা যায়- র. হুগলি রর. চট্টগ্রাম ররর. সন্দ্বীপ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ১৭. হোয়াইল হেমার ওয়াডারল্যান্ড কোন দেশের নাগরিক? ক) ব্রিটেন খ) আমেরিকা গ) অস্ট্রেলিয়া ঘ) আফ্রিকা ১৮. মৌলিক গণতন্ত্র কে প্রতিষ্ঠা করেন? ক) ইস্কাদার মীর্জা খ) আইয়ুব খান গ) মোহাম্মদ আলী জিন্নাহ ঘ) ইয়াহিয়া খান ১৯. লর্ড কার্জন বঙ্গবঙ্গ করেন কত সালে? ক) ১৯০৫ খ) ১৬০৬ গ) ১৯০৭ ঘ) ১৯০৮ ২০. ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের সাথে সম্পর্ক কেমন ছিল? ক) জোরালো খ) বিচ্ছিন্ন গ) স্বাভাবিক ঘ) ঘনিষ্ঠ ২১. আব্দুল সালাম কোন জেলায় জন্মগ্রহণ করেন? ক) নোয়াখালী খ) ফেনী গ) চট্টগ্রাম ঘ) চাঁদপুর ২২. কত সালের আইনানুসারে ব্রিটিশ সরকার ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করেন? ক) ১৯৪৬ খ) ১৯৪৭ গ) ১৯৪৮ ঘ) ১৯৪৯ সঠিক উত্তর: ১. (ক) ২. (গ) ৩. (খ) ৪. (ক) ৫. (ঘ) ৬. (খ) ৭. (খ) ৮. (ক) ৯. (খ) ১০. (গ) ১১. (গ) ১২. (ঘ) ১৩. (ঘ) ১৪. (ক) ১৫. (ঘ) ১৬. (গ) ১৭. (গ) ১৮. (খ) ১৯. (ক) ২০. (খ) ২১. (খ) ২২. (খ)
×