ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৫:১৮, ২২ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীতে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইনের কমিশনার রোডের একটি বাসায় স্বামীর লাঠির আঘাতে তাসলিমা আক্তার (১৭) নামে এক গৃহবধূর মৃত্যু এবং কমলাপুর রেলস্টেশন থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারের ঘটনা ঘটেছে। রবিবার সকাল দশটায় কমিশনার রোডের ৩২৪ নম্বর বাড়িতে ঘটনাটি ঘটে। নিহতের মা মরিয়ম বেগম জানান, মাসদেড়েক আগে মাহফুজ আহমেদ বাদল নামে এক ছেলের সঙ্গে তাসলিমার বিয়ে হয়েছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি বাদল দ্বিতীয় বিয়ে করে। এ নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে বাদল তাসলিমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। দুপুর দুটার দিকে আহত তাসলিমা চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। নিহত তাসলিমা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াকান্দি গ্রামের আবুল কালামের মেয়ে। রবিবার সকাল সাড়ে নয়টায় কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ মোঃ সেলিম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ। ঢাকার জিআরপি থানার ওসি আব্দুল মজিদ জানান, চট্টগ্রাম মেইল ট্রেনে করে ওই যাত্রী কমলাপুরে নামে। তার ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়। সেলিমের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকায়। সেলিমের বিরুদ্ধে আনোয়ারা থানাসহ চট্টগ্রামের একাধিক থানায় মামলা রয়েছে। বিলুপ্ত ছিটমহলে প্রথমবার শহীদ দিবস নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২১ ফেব্রুয়ারি ॥ জেলার ৫৯টি বিলুপ্ত ছিটমহলে প্রথমবারের মতো পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কুলাঘাট ইউনিয়নের ভিতরকুটি বিলুপ্ত ছিটমহলে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেনÑ জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, এএসপি সোরওয়ার্দী, ইউএনও শফিকুর ইসলাম প্রমুখ। একই সঙ্গে জেলার ৫৯ শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়েছে। নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২১ ফেব্রুয়ারি ॥ কাভার্ডভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। রবিবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার লামাপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। কাভার্ড ভ্যানটির সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় ভ্যানটির বাম পাশের অংশ এবং ভ্যানের ভেতরের তৈরি পোশাক পুড়ে ছাই হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জের মন্ডপাড়ার ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, কাভার্ডভ্যানটি গাজীপুরের বিভিন্ন কারখানা থেকে তৈরি পোশাক নিয়ে নারায়ণগঞ্জ আসার পথে লিংক রোডের লামাপাড়া ইকোপার্কের সামনে গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ভ্যানের সামনের ২ চাকা এবং ভ্যানের বাম পাশের পুরো অংশ ও ভ্যানের ভেতরের পোশাক পুড়ে গেছে। আগুনে চালক ও হেলপার দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গাইবান্ধায় ট্রেন থেকে পেট্রোল বোমা পিস্তল উদ্ধার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২১ ফেব্রুয়ারি ॥ গাইবান্ধা রেলস্টেশনে রবিবার বিকেলে পদ্মরাগ এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেন থেকে প্রায় ২৫ কেজি গাঁজা, তিনটি পেট্রোল বোমা, একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। গাইবান্ধা রেলস্টেশন ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ গাইবান্ধা ক্যাম্প সূত্র জানায়, রবিবার বিকেলে পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে সান্তাহারের উদ্দেশে রওনা দেয়।
×