ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্ষুদ্র ও মাঝারি খাতে বিনিয়োগ ছাড়া মধ্যম আয়ের দেশ কঠিন

প্রকাশিত: ০৫:১৬, ২২ ফেব্রুয়ারি ২০১৬

ক্ষুদ্র ও মাঝারি খাতে বিনিয়োগ ছাড়া মধ্যম আয়ের দেশ কঠিন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দক্ষ জনশক্তি ও উচ্চমূল্যের পণ্য প্রস্তুত এবং ক্ষুদ্র ও মাঝারি খাতে বেশি বেশি বিনিয়োগ ছাড়া প্রকৃত মধ্যম আয়ের বাংলাদেশ প্রতিষ্ঠা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। গত শনিবার সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ইকোনমিক মডিউলিং আয়োজিত বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দিনব্যাপী এ সম্মেলনে উন্নয়ন অগ্রযাত্রার চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়। এ সময় মধ্যম আয়ের বাংলাদেশ বিনির্মাণে বাস্তবধর্মী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের তাগিদ দেন অর্থনীতিবিদরা। এছাড়াও বর্তমান দুর্বল অবকাঠামো দিয়ে কাক্সিক্ষত সময়ে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া কঠিন হবে বলেও মন্তব্য করেন তারা। এ সময় জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে উন্নয়নের ধারাকে শহর থেকে গ্রামে ছড়িয়ে দেয়ারও তাগিদ দেয়া হয়। তেলের দাম কমায় সান্তোসের লোকসান ১৯০ কোটি ডলার বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী হওয়ায় ব্যাপক লোকসানের মুখে পড়েছে অস্ট্রেলিয়ার তেল ও গ্যাস কোম্পানি সান্তোস। সম্প্রতি ২০১৫ সালের লাভ-লোকসান নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। সেই প্রতিবেদন অনুযায়ী গত বছরের ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে কোম্পানিটির লোকসান হয়েছে ১৯০ কোটি ডলার। খবরে বলা হয়, ২০১৪ সালে সান্তোসের বার্ষিক লোকসান ছিল ৯৩৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। সেই হিসাবে ২০১৫ সালে কোম্পানিটির লোকসানের হার ১৮৯ শতাংশ বেশি। ২০১৪ সালের চেয়ে ২০১৫ সালে কোম্পানিটির রাজস্ব কমেছে ২০ শতাংশ। ২০১৫ সালে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে ৪৫ শতাংশ। বর্তমানে বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে ৩৪ ডলারে, যা বিগত বছরগুলোর চেয়ে ব্যাপক কম। এর তীব্র প্রভাব পড়েছে সান্তোসের ওপর। -অর্থনৈতিক রিপোর্টার এসআইবিএলের লভ্যাংশ ঘোষণা মঙ্গলবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এসআইবিএলের লভ্যাংশ ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার। স্টক এক্সচেঞ্জে লিস্টিং নিয়ম অনুযায়ী লভ্যাংশ নির্ধারণী সভা ওই দিন অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে বিষয়টি জানা গেছে। কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ভোট সভায় কোম্পানির অন্যান্য বিষয় আলোচনার পাশাপাশি ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। কোম্পানিটি ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল। ব্যাংকিং খাতের এ কোম্পানিটি প্রায় দেড় যুগ আগে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। এক সময় ব্যাংকের শেয়ারে প্রচুর চাহিদা থাকলেও বর্তমানে বিনিয়োগকারীদের ব্যাংকিং খাতে শেয়ারের চাহিদা কমে গেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×