ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশেষ দিবসকে ঘিরে বাণিজ্যিক কার্যক্রম প্রসার পাচ্ছে

প্রকাশিত: ০৫:১৬, ২২ ফেব্রুয়ারি ২০১৬

বিশেষ দিবসকে ঘিরে বাণিজ্যিক কার্যক্রম প্রসার পাচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে বিশেষ কোন দিবস এলেই সেটিকে ঘিরে আজকাল বাণিজ্যিক কার্যক্রম দেখা যায়। যেমন একুশে ফেব্রুয়ারিকে ঘিরে নানান ফ্যশন হাউস ভরে গেছে সাদা-কালো রঙের শাড়ি আর পাঞ্জাবি দিয়ে। অ আ ক খ লেখা পোশাক চালু হয়েছে বেশ ক’বছর হলো। আর মানুষ এখন ঘটা করে সেগুলো পরে ফ্যাশন করছে বলে মনে হয়। শোক দিবসের বদলে একুশে ফেব্রুয়ারি আজকাল একটি উৎসবে পরিণত হয়েছে কি-না ইদানীং এ প্রশ্ন করছেন অনেকেই। একটি শোক দিবসকে ঘিরে বাণিজ্যের গ্রহণযোগ্যতা কতটা? ফ্যাশন হাউস অন্যমেলার স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম মনে করেন, একুশে ফেব্রুয়ারি উৎসবের দিন। বিশেষ দিনগুলোকে উৎসব হিসেবে পালন করা হচ্ছে- এটাতে তিনি দোষের কিছু দেখেন না। তাঁর কাছে এটা শোক দিবস নয়, অর্জনের দিবস। মাজহারুল ইসলাম বলছেন, ‘এটা আমাদের বাঙালীর একটা অহঙ্কার। আমাদের দেশের ভাষাসৈনিকরা ভাষার জন্য জীবন দিয়েছিলেন। আমরা লড়াই করেছি, জিতেছি। আমরা নিজেদের ভাষায় বাংলা ভাষায় কথা বলছি- এটা আমাদের অহঙ্কার। এটাকে শোকের কোন বিষয় আমি মনে করি না।’ তবে মাজহারুল ইসলাম বলেন, ‘যদি একুশের চেতনাকে ধারণ না করে শুধু সাদা-কালো কাপড় বা একুশের ডিজাইনসহ কোন পোশাক পরে কেউ ঘুরে বেড়ায় সেটা খারাপের। নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে দেশীয় পোশাক পরে এ উৎসব পালন করাকে আমি খারাপ বলি না।’ প্রাইম লাইফের দর বেড়েছে অর্থনৈতিক রিপোর্টার ॥ আগের সপ্তাহে দর প্রায় ২০ শতাংশ বৃদ্ধির পর গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। পাঁচ কার্যদিবসে শেয়ারটির দর ২১ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। গত এক মাসে জীবন বীমা খাতের কোম্পানিটির শেয়ারদর প্রায় ৬২ শতাংশ বেড়েছে। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ২১ জানুয়ারি ডিএসইতে প্রাইম লাইফ শেয়ারের দর ছিল ৩৯ টাকার ঘরে। বৃহস্পতিবার তা ৬৫ টাকায় উন্নীত হয়। গত ১০ কার্যদিবসে প্রতিদিনই শেয়ারটির দর বেড়েছে। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৩২ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ৬৫ টাকা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দেয় প্রাইম ইসলামী লাইফ। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও বাকি ১০ শতাংশ লভ্যাংশ দেয়া হয় বোনাস শেয়ার আকারে। ২০১৫ হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির নিট জীবন বীমা তহবিল ২৫ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ৬৮৬ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকা। আগের বছর একই সময়ে তাদের তহবিল বেড়েছিল ১২ কোটি ১৭ লাখ ৯০ হাজার টাকা। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত এক মাসে এ শেয়ারের সর্বনিম্ন দর ছিল ৩৮ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ৫৩ টাকা ১০ পয়সা। এক বছরে এর দর ৩২ থেকে ৬৩ টাকার মধ্যে ওঠানামা করে। ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ২৯ কোটি ৭ লাখ টাকা।
×