ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাঁচ দিনের কর্মসূচী ঘোষণা

দুই কাস্টমস কর্মকর্তার ওপর হামলা ॥ আজ থেকে কালো ব্যাজ ধারণ

প্রকাশিত: ০৫:০৯, ২২ ফেব্রুয়ারি ২০১৬

দুই কাস্টমস কর্মকর্তার ওপর হামলা ॥ আজ থেকে কালো ব্যাজ ধারণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ যশোরের বেনাপোল কাস্টম হাউসের দুই কর্মকর্তার ওপর হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিসিএস (কাস্টমস ও ভ্যাট) এ্যাসোসিয়েশন। ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দফতরে আয়োজিত এক জরুরী সভায় এ দাবি জানিয়ে নেতৃবৃন্দ কালো ব্যাজ ধারণসহ ৫ দিনের কর্মসূচীর ঘোষণা দিয়েছে। কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় বক্তারা বলেন, সরকারের নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা আদায়ে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করে যাচ্ছেন। কোন ধরনের হামলা ও হুমকি রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে বিঘœ সৃষ্টি করতে পারবে না। কর্মসূচীর মধ্যে রয়েছে ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কালো ব্যাজ ধারণ এবং ২৯ ফেব্রুয়ারি দুপুর বারোটা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার কলম বিরতি। এ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি জামাল হোসেন ও আবদুল মান্নান সিকদার, মহাসচিব ড. মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ জহিরুল কাইয়ুম, দফতর সম্পাদক মিনহাজ উদ্দিন, কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ।
×