ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার পঞ্চগড়ে পুরোহিত হত্যা

প্রকাশিত: ০৫:০২, ২২ ফেব্রুয়ারি ২০১৬

এবার পঞ্চগড়ে পুরোহিত হত্যা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় যজ্ঞেশ্বর দাসাধিকারী (৫০) নামের এক হিন্দু পুরোহিতকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে ও ককটেল বিস্ফোরণে আহত হয়েছে আরও দুজন। রবিবার সকালে উপজেলার করতোয়া ব্রিজের পশ্চিম পাশে অভিরামপাড়ায় অবস্থিত শ্রীশ্রী সন্তু গৌড়ীয় মঠে এই অঘটন ঘটে। নিহত যজ্ঞেশ্বর একই উপজেলার সোনাহার এলাকার মৃত চন্দ্র মহন রায়ের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত গৌড়ীয় মঠে ঢুকে মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর দাসাধিকারীর ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও জবাই করলে ঘটনাস্থলেই যজ্ঞেশ্বরের মৃত্যু হয়। এ সময় ডাক-চিৎকার শুনে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে মন্দিরের পূজারী অভিরামপাড়ার ওমাকান্ত রায়ের ছেলে গোপাল রায়ের (৩৫) হাত ও পায়ে গুলি লাগে। তাকে আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ককটেলের আঘাতে আহত অপর পূজারী নিতাইপদ দাসকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুরোহিতকে জবাই করে হত্যা এবং অপর পূজারী গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার বলেন, নিহত পুরোহিতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুটি কার্টিজ, একটি রাম দা ও একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহমদ, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহমদ জানান, এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। আমরা দ্রুত অপরাধীদের চিহ্নিত করে ধরার চেষ্টা করছি। দেশকে অস্থিতিশীল করতে আন্তর্জাতিক ভাষা দিবসের দিনে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি মন্তুব্য করেন। আইএসের দায় স্বীকার ॥ বিডিনিউজ জানায়, আইএস যজ্ঞেশ্বর হত্যায় দায় স্বীকার করেছে বলে দাবি করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। রবিবার সকালের এ হত্যাকাণ্ডের পর রাতে জঙ্গী তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থাটির ওয়েবসাইটে দায় স্বীকারের এই বার্তা দিল, যাদের খবরের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে সরকারের। সাইটের ওয়েবসাইটে বলা হয়েছে, দ্য ইসলামিক স্টেট বাংলাদেশের উত্তরাঞ্চলে সন্তগৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যার দায় স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হামলাকারী ছিল তিনজন, এসেছিল মোটরসাইকেলে এবং তাদের সঙ্গে ধারাল অস্ত্রসহ আগ্নেয়াস্ত্রও ছিল। গত বছর ঢাকায় ইতালির নাগরিক সিজারে তাভেলা এবং রংপুরে জাপানী নাগরিক হোশি কুনিও হত্যা, বগুড়ায় শিয়া মসজিদে এবং ঢাকায় শিয়া সমাবেশে হামলার পরও আইএসের দায় স্বীকারের খবর দিয়েছিল সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। তবে ওই সব ঘটনায় মধ্যপ্রাচ্যের এই সন্ত্রাসী গোষ্ঠীর কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি দাবি করে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশে আইএস বা এ ধরনের কোন জঙ্গী গোষ্ঠীর তৎপরতা নেই।
×