ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াই থেকে জেব বুশের বিদায়

সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প নেভাডায় হিলারির জয়

প্রকাশিত: ০৪:১০, ২২ ফেব্রুয়ারি ২০১৬

সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প নেভাডায় হিলারির জয়

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নের দৌড়ে শনিবার সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাইমারিতে জয়ী হয়েছেন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। আর দলীয় মনোনয়নের লড়াই থেকে বিদায় নিয়েছেন ফ্লোরিডার সাবেক গবর্নর জেব বুশ। অপরদিকে নেভাডা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ককাশে ডেমোক্র্যাটিক দলীয় প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন শক্ত প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারসকে অল্প ব্যবধানে হারিয়েছেন। তবে আগামী ১ মার্চ অনুষ্ঠেয় ‘সুপার টুয়েসডে’ রাউন্ডের আগে উভয় দলের এই ফলাফল গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। সুপার টুয়েসডেতে দেশটির ১৩ অঙ্গরাজ্যে ককাশ ও প্রাইমারি অনষ্ঠিত হবে। খবর বিবিসি ও গার্ডিয়ানের। নানা বেপরোয়া কথাবার্তার পরও রক্ষণশীল অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন প্রায় ১০ শতাংশ ব্যবধানে। সেখানে ২২ শতাংশের কিছু বেশি ভোট পেয়ে কাছাকাছি অবস্থান করছেন রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ ও মার্কো রুবিও। সবচেয়ে বেশি প্রচার চালিয়ে ও অর্থ ব্যয় করেও জেব বুশ এই অঙ্গরাজ্যে ভোট পেয়েছেন মাত্র আট শতাংশ। এরপর শনিবার রাতেই জেব বুশের পক্ষ থেকে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক রক্ষণশীলদের প্রিয় হিসেবে পরিচিত এই মনোনয়নপ্রত্যাশীর পক্ষে তার ভাই জর্জ ডব্লিউ বুশ, তার মা সাবেক ফার্স্টলেডি বারবারা বুশ প্রচারে নেমেছিলেন। কিন্তু জেব বুশের শেষ রক্ষা হয়নি। এতে বাবা ও বড় ভাইয়ের পর তার বুশ পরিবার থেকে তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নের সমাধি হলো। অঙ্গরাজ্যের রাজধানী কলম্বিয়ায় আবেগাক্রান্ত বুশ বলেন, আইওয়া, নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলাইনার লোকজন তাদের মতামত জানিয়েছেন, আমি তাদের সিদ্ধান্তের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল। এই বাছাইপর্বের ফলাফল আসার সঙ্গে সঙ্গে রুবিও বলেন, হোয়াইট হাউসের পথে তার জয়যাত্রা অব্যাহত থাকবে। ক্রুজ তার বক্তব্যে বাছাইপর্বের আগামী দিনগুলোতে বিজয় অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। জয়ের পর ট্রাম্প তার স্ত্রী ও কন্যাকে মঞ্চে নিয়ে বিজয় সমাবেশ করেছেন। তিনি বলেন, সব পণ্ডিতদের ধারণা পাল্টে দিয়ে তার নেতৃত্বে আমেরিকা আবার বিশালত্ব ফিরে পাবে। ৭৩ শতাংশ ভোটের ঘোষিত ফল অনুযায়ী ট্রাম্প পেয়েছেন ৩৩ দশমিক এক শতাংশ সমর্থন, রুবিও ২২ দশমিক তিন শতাংশ এবং ক্রুজ ২১ দশমিক সাত শতাংশ। এরপর নেভাডায় রিপাবলিকান ককাস অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি। অপরদিকে নেভাডায় ঘোষিত ৮৭ শতাংশ ভোটের মধ্যে হিলারি ৫২ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী স্যান্ডারস পেয়েছেন ৪৭ দশমিক চার শতাংশ ভোট। নিজের এই জয়ের পর ভোটারদের স্বাগত জানিয়ে টুইটারে হিলারি বলেন, এটা আপনাদের জয়। যদিও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারিকে এই স্টেটে ‘অপরাজেয়’ হিসেবেই ভাবা হচ্ছিল। কিন্তু স্যান্ডারসও বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেন। কিন্তু নেভাডাতে হিসপ্যানিক ও সংখ্যালঘুদের সমর্থনের কারণে আরও বড় জয় প্রত্যাশা করেছিলেন হিলারি। তবে স্যান্ডারস হিসপ্যানিকদের মোট ভোটের ৫৩ শতাংশ এবং কৃষ্ণাঙ্গদের ভোটের ২২ শতাংশ পেয়েছেন। এদিকে সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাটিক দলের প্রাইমারি অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি।
×