ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সর্বস্তরে মাতৃভাষা প্রচলনে সংসদে বিল আনার দাবি

প্রকাশিত: ০৯:০৬, ২১ ফেব্রুয়ারি ২০১৬

সর্বস্তরে মাতৃভাষা প্রচলনে সংসদে বিল আনার দাবি

স্টাফ রিপোর্টার ॥ উচ্চ আদালতসহ দেশের সব আদালতে অবিলম্বে বাংলা ভাষা প্রচলনের দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে হিউম্যানিটি ফাউন্ডেশন আয়োজিত ‘উচ্চ আদালতের সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন’ শীর্ষক মুক্ত আলোচনায় তারা এ বিষয়ে সংসদে বিল উত্থাপনের দাবি জানান। বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া। মূল প্রবন্ধ উপস্থান করেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। আলোচনায় অংশ নেন ভাষা সংগ্রামী আহমদ রফিক, ঢাবি অধ্যাপক আবুল কাশেম মোঃ ফজলুল হক, নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক, সুপ্রীমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও ঢাবি অধ্যাপক ড. এআই মাহবুব উদ্দিন প্রমুখ।
×