ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়ে ফিরল আফগানিস্তান

প্রকাশিত: ০৪:৫৯, ২১ ফেব্রুয়ারি ২০১৬

জয়ে ফিরল আফগানিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে এশিয়া কাপ টি২০’র বাছাইপর্বে যাত্রা শুরু হয়েছিল আফগানিস্তানের। তবে দ্বিতীয় ম্যাচে ওমানকে হারিয়ে জয়ে ফিরল তারা। শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ৩ উইকেটে হারিয়েছে ওমানকে। শুরুতে ব্যাট করে চার উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে ওমান। জবাবে তিন বল বাকি থাকতেই সাত উইকেট হারিয়ে আফগানিস্তান করে ১৬৮ রান। জয়ের জন্য আফগানিস্তানকে অবশ্য শেষ পর্যন্ত লড়তে হয়েছে। শেষ ওভারে জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল। এর মধ্যে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সামিউল্লাহ শেনওয়ারি আউট হয়ে যান ২০তম ওভারের প্রথম বলেই। এতে শঙ্কা আরও বেড়ে যায়। তবে নতুনভাবে মাঠে নামা দাওলাত জাদরান নেমেই পরপর দুই বলে দুই ছক্কা মেরে জয়কে নিয়ে আসেন হাতের মুঠোয়। তাই তিন বল হাতে রেখেই জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে আফগানরা। আফগানিস্তানকে জয়ের ভিত গড়ে দেন নূর আলী জাদরান। ৪৪ বল থেকে আটটি চারের মারে ৬৩ রান করেন তিনি। এছাড়া আসগার স্টানিকজাই ১৭ বল থেকে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। মারেন পাঁচটি চার ও একটি ছক্কা। আর নাজিবউল্লাহ জাদরান করেন ২১ বল থেকে ২৩ রান। ওমানের মেহরান খান ও বিলাল খান তিনটি করে উইকেট নেন। এর আগে আদনান ইলিয়াস ও জিসান মাকসুদের জোড়া হাফসেঞ্চুরিতে প্রতিপক্ষকে ১৬৬ রানের লক্ষ্য ছুড়ে দেয় ওমান। আদনান ২৭ বল থেকে তিনটি চার ও চারটি ছক্কার মারে করেন ৫৪ রান। আর ৪২ বল থেকে পাঁচ চার ও দুই ছক্কায় জিসান করেন ৫২ রান। আফগান বোলারদের মধ্যে গুলবাদিন নায়েব দুটি উইকেট নেন। আজ এশিয়া কাপের বাছাইপর্বের আরেকটি ম্যাচ রয়েছে। দুপুর তিনটায় সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে হংকং। ম্যাচটিতে হংকং হারলেই বিদায় নেবে। অথচ এ হংকং আজ নামার আগে ওমানের বিপক্ষে জয় পেতে পারত। কিন্তু ‘ম্যানকাডিং’য়ের শিকার হয়ে হার হয়েছে। কদিন আগে শেষ হওয়া অনুর্ধ-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ের ম্যাচে ‘ম্যানকাড’ আউট নিয়ে তোলপাড় হয়েছিল। চট্টগ্রামে অনুষ্ঠিত ওই ম্যাচে বল করার আগেই জিম্বাবুয়ের এক ব্যাটসম্যানকে রান আউট করে ওয়েস্ট ইন্ডিজ চলে গিয়েছিল শেষ আটে। শেষ পর্যন্ত এবারের আসরে শিরোপা জিতেছে ক্যারিবীয়রা। সেই আউটের রেশ কাটতে না কাটতেই আবার ‘ম্যানকাড’ আউট। এবারও সেটি ঘটল বাংলাদেশেই। শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লায় এশিয়া কাপের বাছাইপর্বে হংকংয়ের সঙ্গে ওমানের ম্যাচে ম্যানকাডিংয়ের শিকার হয়েছে হংকংয়ের এক ব্যাটসম্যান।জয়ের জন্য ওই ম্যাচে ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাট করছিল হংকং। নবম ওভারে বল করছিলেন ওমানের আমির কালিম। বলটা হাত ঘোরানোর আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন হংকংয়ের ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান। কলিম পুরো হাত না ঘুরিয়েই চট করে ভেঙ্গে দেন স্ট্যাম্প। হতভম্ব চ্যাপম্যান তখনও ক্রিজের বাইরে। আম্পায়ারও বোধ হয় কয়েক মুহূর্তের জন্য হতবুদ্ধি হয়ে যান। শেষ পর্যন্ত আঙ্গুল উঁচিয়ে আম্পায়ার জানিয়ে দেন চ্যাপম্যান আউট। শ্বাসরুদ্ধকর ওই ম্যাচটা শেষ পর্যন্ত পাঁচ রানে হেরে যায় হংকং। ওই সময় চ্যাপম্যান আউট না হলে ম্যাচের ফলটা অন্যরকমও হতে পারত। হংকংয়ের কোচ সাইমন কুক পরে নিজের ক্ষোভটা চেপে রাখেননি, ‘আমার মনে হয় এটা খুবই কাপুরুষোচিত একটা কাজ হয়েছে। ক্রিকেট খেলাটা তো এভাবে খেলার কথা নয়। এভাবে আউট করাটা ক্রিকেটের চেতনার সঙ্গেও একদমই যায় না।’ কুক মনে করছেন, চ্যাপম্যানকে কালিম অন্তত একবার সতর্ক করে দিতে পারতেন, ‘আইনের দৃষ্টিতে এটা হয়তো বৈধ, কিন্তু একবার তো অন্তত সতর্ক করে দেয়া যেতে পারত। সবকিছু মিলে ব্যাপারটা খুবই হতাশাজনক।
×