ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রত্যাবর্তনে ‘নার্ভাস’ মাইকেল ক্লার্ক

প্রকাশিত: ০৪:৫৯, ২১ ফেব্রুয়ারি ২০১৬

প্রত্যাবর্তনে ‘নার্ভাস’ মাইকেল ক্লার্ক

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরোয়া ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরেছেন মাইকেল ক্লার্ক। শনিবার সিডনি গ্রেড ক্রিকেটে ছোটবেলার ক্লাব ওয়েস্টার্ন সাবার্বের (পশ্চিম শহরতলী) ৪৮ রানের চমৎকার এক ইনিংস উপহার দিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। মাত্র ২ রানের জন্য হাফ সেঞ্চুরি হয়নি। উপস্থিত শ’ পাঁচেক দর্শকের সামনে ৯৫ বল খেলে এ রান করেন তিনি। বিরতির পর মাঠে নেমে খুব একটা সাবলীল ছিলেন না। ক্লার্ক নিজেও সেটি স্বীকার করেছেন, বলেছেন ছন্দে ফিরতে কিছুটা সময় লাগবে। তাই প্রত্যাবর্তনে ভেবেচিন্তে পদক্ষেপ ফেলতে চান আধুনিক অস্ট্রেলিয়ার সফলতম এই ব্যাটসম্যান। তিন নম্বরে ব্যাট করতে নামার আগে ৪০ মিনিট খেলোয়াড়দের তাঁবুর নিচে অপেক্ষায় ছিলেন ক্লার্ক। তার ফেরা দেখতে মাঠে উপস্থিত ছিলেন স্ত্রী কাইলি ও ৩ মাসের কন্যা কেলসি লি। অবশ্য কোন রান করার আগেই ক্লার্কের ক্যাচ পড়েছে। সেটি ছিল তার খেলা তৃতীয় বল। একই বলে রান আউটের হাত থেকেও বেঁচে গেছেন! ৩০ রানে আবার আগের মতো দ্বিতীয় সিøপে প্রতিপক্ষ ফিল্ডারদের বদান্যতায় প্রাণ পেয়েছেন। ১৩৫ মিনিট ক্রিজে ছিলেন ক্লার্ক। ৭টি বাউন্ডারি মেরেছেন। একসময় বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হয়েছিলেন যে সব শটে তার বেশ খানিকটা দেখা গেছে এই ইনিংসে। প্রতিক্রিয়ায় ৩৪ বছর বয়সী ক্লার্ক বলেন, ‘সত্যি বলতে আমি কিছুটা অস্বস্তিতে ছিলাম। এটা কাটিয়ে উঠতে কিছুদিন সময় লাগবে।’ খেলাটাকে ভালবাসেন উল্লেখ করে তিনি আরও যোগ করেন, ‘এই খেলাটাকে ভালবাসী। মিস করছিলাম বলেই খেলায় ফিরেছি। মাঠে ফেরার অনুভূতিটা হয়েছে চমৎকার।’ ক্লার্কের দল এই মৌসুমে এখনও কোন জয়ের দেখা পায়নি। তার সহায়তায় কি করতে পারে তাই এখন দেখার। তার নেতৃত্বেই গত বছর ঘরের মাটিতে বিশ্বকাপ পুনরুদ্ধার করে অস্ট্রেলিয়া। তবে গত আগস্টে ইংল্যান্ড সফরে এ্যাশেজ ভরাডুবির পর আচমকাই সকল ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন সম্পর্কে ক্লাক বলেন, ‘সর্বশেষ ৬ বছর টি২০ থেকে দূরে ছিলাম। কারণ চেয়েছিলাম যেন ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে আরও ভাল ক্রিকেটার হতে পারি। এখন টি২০তে ভাল করার জন্য চেষ্টা চালানোর অনেক সুযোগ আছে।’ তুখোড় ক্লার্ক ১১৫ টেস্ট ও ২৪৫ ওয়ানডে খেলেছেন। দুই ভার্সনে ১৬ হাজারের ওপরে রান, সেঞ্চুরি ৩৬টি। কিন্তু টি২০ খেলেছেন মাত্র ৩৪টি। এর মধ্যে সর্বশেষ আন্তর্জাতিক টি২০ খেলেন ২০১০ সালের অক্টোবরে। মিসবাহ-উল হকের মতো চল্লিশোর্ধ বয়সী ক্রিকেটার এখনও টেস্ট খেলে যাচ্ছেন। বিশ্বের তাবত সব টি২০ টুর্নামেন্ট মাতিয়ে বেড়াচ্ছেন অনেকেই। তাই ধারণা করা হচ্ছে বিগ ব্যাশ-আইপিএলের মতো আয়োজনে অংশ নিতেই ক্লার্কের ফিরে আসা। কয়েকদিন আগে তিনি নিজেও তেমন ইঙ্গিতই দিয়েছেন।
×