ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ দ্বিতীয় টি২০

প্রোটিয়াদের নাটকীয় জয়

প্রকাশিত: ০৪:৫৮, ২১ ফেব্রুয়ারি ২০১৬

প্রোটিয়াদের নাটকীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি২০তে ৩ উইকেটের নাটকীয় জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে সফরকারী ইংল্যান্ড। সেটি তাড়া করতে গিয়ে ৭ উইকেট হারিয়ে প্রোটিয়ারা বেশ বিপাকেই পড়ে। শেষ ওভারে প্রয়োজনীয় ১৫ রান বেশ কঠিন মনে হচ্ছিল। এ পর্যায়ে শেষ বলে ২ রান নিয়ে দলকে মনে রাখার মতো এক জয় এনে দেন ক্রিস মরিস। এ জয়ে তিন ম্যাচের টি২০তে ১-০এ এগিয়ে দ. আফ্রিকা, আজ দ্বিতীয় ম্যাচ। ১৩৪ রান তাড়া করতে নেমে হাশিম আমলার ২২, ডুপ্লেসিসের ২৫, আর জেপি ডুমিনির ২৩ রানে সুবিধাজনক অবস্থানেই ছিল দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটে ৯৮ থেকে দ্রুতই রাইলি রুশো (১৮) আর ডেভিড মিলারকে (১৩) হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। শেষ ওভারে স্ট্রাইকে ছিলেন কাইল অ্যাবট। টপলির প্রথম বলেই প্রান্ত বদল করেন তিনি। পরের দুই বলে এক চার ও এক ছক্কায় সমীকরণ পাল্টে দেন মরিস। চতুর্থ বলে কোন রান নয়। শেষ দুই বলে ২টি করে সিঙ্গেলস ৭ বলে ১৭ রানে অপরাজিত মরিস। ক্রিস জর্ডান ৩ ও মঈন আলি নেন ২টি করে উইকেট। এর আগে ৩.৪ ওভারে ৩৮ রান তুলে দলকে ভাল একটা শুরু এনে দেন দুই ইংলিশ ওপেনার জেসন রয় ও এ্যালেক্স হেলস। কিন্তু ইমরান তাহির ও এ্যাবটের দুরন্ত বোলিংয়ের মুখে ব্যক্তিগত ১৫ রানে রয় আউট হওয়ার? পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। জশ বাটলার ৩০ বলে ৩২ রান করে অপরাজিত থাকলেও ইংল্যান্ড ৮ উইকেটে ১৩৪-এর বেশি করতে পারেনি। ম্যাচসেরা ইমরান তাহির ২১ রানে নিয়েছেন ৪ উইকেট। প্রতিক্রিয়া জানিয়ে প্রোটিয়া অধিনায়ক ডুপ্লেসিস বলেন, ‘এটা চমৎকার এক ম্যাচ। যে কোন দলই জিততে পারতো। কিন্তু শেষ পর্যন্ত আমরাই হাসতে পেরেছি। ছেলেরা ভাল করেছে, বোলারদের কথা আলাদা করে বলতে হবে। স্পিনে তাহির আর পেস আক্রমণে এ্যাবট ছিল অসাধারণ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জয়ে শেষ দিকে ব্যাট হাতে মরিসও মুন্সিয়ানার পরিচয় দিয়েছে।’
×